CV Ananda Bose: আচমকা কনভয় ঘুরিয়ে বেতবোনায় চলে এলেন বোস, কোন খবর কানে গেল বোসের?

CV Ananda Bose: শুক্রবার রাতেও তিনি মালদহের বৈষ্ণবনগরে ঘরছাড়াদের ক্যাম্পে যান রাজ্যপাল। সেখানেও বেশ কিছু সময় ছিলেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। এদিন গেলেন মুর্শিদাবাদের একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায়।

CV Ananda Bose: আচমকা কনভয় ঘুরিয়ে বেতবোনায় চলে এলেন বোস, কোন খবর কানে গেল বোসের?
মুর্শিদাবাদে সিভি আনন্দ বোস Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2025 | 3:52 PM

বেতবোনা: বেতবোনায় ফিরল রাজ্যপালের কনভয়। ভয়াবহ অভিজ্ঞতার কথা একেবারে কাগজে লিখে রাজ্যপালের হাতে তুলে দিলেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন থেকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও এসেছেন রাজ্যে। ঘুরছেন ক্ষতিগ্রস্ত এলাকায়। ঘুরেছেন সামশেরগঞ্জের নানা পকেটে। জাফরাবাদ থেকে বেতবোনা, তাঁদের সামনে বারবার উঠেছে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি। এদিন একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামতে দেখা যায় এলাকার মহিলাদের। 

এলাকা থেকেই অভিযোগ উঠেছিল রাজ্যপালের সঙ্গে দেখা করতে এলাকার বাসিন্দাদের বাধা দিচ্ছে পুলিশ। সূত্রের খবর, এ কথা কানে যেতেই কনভয় ঘুরিয়ে বেতবোনায় চলে আসেন বোস। রাজ্যপাল বেতবোনায় ঢুকতেই তাঁর সামনেই পুলিশের ভূমিকায় ক্ষোভে ফেটে পড়েন বেতবোনার বাসিন্দারা। পুলিশ নয়, বিএসএফ চাই, সাফ কথা দাবি এলাকার বাসিন্দাদের। রাজ্যপালের সামনেই এদিন ফের হিংসাদীর্ণ এলাকাগুলি ঘুরে দেখার দাবি ওঠে। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলে শেষ পর্যন্ত এলাকা ঘুরে দেখার সিদ্ধান্ত নেন বোস। এলাকার সর্বহারাদের সঙ্গেই হিংসা-বিধ্বস্ত এলাকায় যান। প্রসঙ্গত, শুক্রবার রাতেও তিনি মালদহের বৈষ্ণবনগরে ঘরছাড়াদের ক্যাম্পে যান রাজ্যপাল। সেখানেও বেশ কিছু সময় ছিলেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সেখানেও ঘরছাড়াদের ক্যাম্পে মিডিয়া-সহ স্থানীয় বাসিন্দাদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ক্ষোভে ফেটেও পড়েন স্থানীয়রা। ব্যাপক উত্তেজনার ছবি দেখা গিয়েছিল শুক্রবার রাতে।