Humayun Kabir: ‘দলের ৭৫ শতাংশকে সাইড করব, বাধা দিলে…’ , হুমায়ুনের হুঁশিয়ারি

Murshidabad: ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার এলাকায় একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে দলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওই তিনি।

Humayun Kabir:   'দলের ৭৫ শতাংশকে সাইড করব, বাধা দিলে...' , হুমায়ুনের হুঁশিয়ারি
হুমায়ূন কবীর (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 09, 2022 | 2:01 PM

মুর্শিদাবাদ: দলের প্রাক্তন ব্লক সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য খোদ বিধায়কের। যার জেরে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। একইসঙ্গে বিতর্কের তালিকায় আরও একবার নাম তুললেন তৃণমূলের হুমায়ুন কবীর। ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার এলাকায় একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে দলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন ওই তিনি।

মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবীর বারবার বিতর্কের শিরোনামে এসেছেন। বিজয় সম্মেলনের একটি মঞ্চ থেকে সালার ব্লকের প্রাক্তন সভাপতি মহম্মদ আজহারউদ্দিন সিজারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দলের নেতাকে উদ্দেশ্য করেই প্রকাশ্য মঞ্চে তিনি বলেন, ‘২০০৫ সাল থেকে ২০১২ সালের ২০ নভেম্বর পর্যন্ত কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলাম। অধীর চৌধুরীর কিচেন মেম্বার ছিলাম। তখন যারা তৃণমূলের তৃতীয় বেঞ্চে বসত আজ তারা ক্ষমতা দেখাচ্ছে। তাদেরকে বলতে চাই, ক্ষমতা দেখাতে এলে বোঝা যাবে কার কতটা আছে। বহরমপুর থেকে এমন তাড়া মারবো যে তোমার গুরুও যাবে আর তুমিও যাবে।’ এরপর তিনি বলেন, ‘আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পর বলেছি ২০১৮ সালে নির্বাচিত যারা আছে তাদের ৭৫ শতাংশকে সাইড করব। এরপর ২৫ শতাংশকে নিয়ে, নতুন মুখ ৭৫ শতাংশ এনে আমি নতুন সালান তৈরি করব।’

তৃণমূল বিধায়কের এখানেও মন্তব্যে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। তবে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ‘শুভেচ্ছা’ জানিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে। জেলা কংগ্রেসের এক নেতা বলেন, ‘হুমায়ুন কবীর নিজেই স্বীকার করছেন তিনি কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন। তার মানে এখন তিনি কোনও মতে তৃণমূলে বসে রয়েছেন। আমাদের শুভেচ্ছা রইল তৃণমূলের এই দলীয় লড়াইয়ে। আমরা গোটা বিষয়টি উপভোগ করতে চাই।’