Babri Masjid: বাবরি মসজিদ গড়তে বাংলায় আসছে বেঙ্গালুরুর সংস্থা, লক্ষ কন্ঠে কোরানপাঠের ঘোষণা হুমায়ুনের

Humayun Kabir: ইতিমধ্যেই 'জনতা উন্নয়ন পার্টি' নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। সেই দলে সভা করবেন বলে সোমবার ব্রিগেড গ্রাউন্ড পরিদর্শন করতে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, এদিনই মসজিদ নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলবেন তিনি।

Babri Masjid: বাবরি মসজিদ গড়তে বাংলায় আসছে বেঙ্গালুরুর সংস্থা, লক্ষ কন্ঠে কোরানপাঠের ঘোষণা হুমায়ুনের
ফাইল ছবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 05, 2026 | 5:06 PM

কলকাতা: গত বছরের ডিসেম্বরে বাবরি মসজিদ গড়ার ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কোরানপাঠ করে শিলান্যাসও করেন তিনি। ইতিমধ্যেই বাবরি মসজিদের জন্য অনুদান আসা শুরু হয়ে গিয়েছে। কারা ওই মসজিদ তৈরি করবেন, কতটা জমির উপর কাজ শুরু হবে, এবার সবটা জানিয়ে দিলেন হুমায়ুন।

ইতিমধ্যেই ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। সেই দলে সভা করবেন বলে সোমবার ব্রিগেড গ্রাউন্ড পরিদর্শন করতে কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে বিক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর জানান, এদিনই মসজিদ নির্মাণকারী সংস্থার সঙ্গে কথা বলবেন তিনি।

বিধায়ক জানান, বেঙ্গালুরুর এক সংস্থাকে ওই মসজিদ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। আজ, সোমবার সেই সংস্থার কর্তারা কলকাতায় আসছেন, হুমায়ুনের সঙ্গে দেখা করবেন তাঁরা। মঙ্গলবার তাঁরা নির্মাণস্থলে যাবেন। তিনি আরও জানান, বেলডাঙায় ৩০ বিঘা জায়গা জমি প্রস্তুত করা হয়েছে। সেখানেই হবে মসজিদ। ন্যাশনাল হাইওয়ে থেকে ৮০ ফুট ছেড়ে মূল নির্মাণ তৈরি হবে। সয়েল টেস্ট করার পরই শুরু হবে কাজ। তার আগে এক লক্ষ কন্ঠে কোরানপাঠ করা হবে বলেও জানিয়েছেন হুমায়ুন কবীর। আগামী ১৫ ফেব্রুয়ারির আগে কাজ শুরু হবে বলেও জানান তিনি।

একইসঙ্গে হুমায়ুন আরও জানিয়েছেন, তিনি যে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন, সেটা বাড়িয়ে ১৮২ আসনে প্রার্থী দেওয়া হবে। ১০ লক্ষ লোকের উপস্থিতিতে ব্রিগেড সমাবেশের আয়োজন করতে চলেছেন হুমায়ুন। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ব্রিগেড সমাবেশ হবে বলে তিনি দাবি করেছেন।