TMC-21 July: ‘২১ জুলাই যেতে হবে, না পারলে টাকা দাও’, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে এ কেমন ‘আবদার’!

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 20, 2024 | 9:40 AM

TMC-21 July: অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন হুমায়ুন কবির। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও ও থানার দ্বারস্থ হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী।

TMC-21 July: ২১ জুলাই যেতে হবে, না পারলে টাকা দাও, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে এ কেমন আবদার!
আইসিডিএস কর্মী
Image Credit source: TV9 Bangla

Follow Us

ফরাক্কা: তৃণমূলের শহিদ দিবসের সমাবেশের জন্য তোড়জোড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। তারই মধ্যে সামনে আসছে জোর-জুলুমের অভিযোগ। আইসিডিএস সেন্টার থেকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন আইসিডিএস কর্মী।

অভিযোগ নিয়ে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মুর্শিদাবাদের ফরাক্কার ওই কর্মী। শুক্রবার দুপুরে বিডিও-র কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগ পত্রে ফরাক্কার আমতলার ৬০ নম্বর কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী মহাশ্বেতা ঘোষ অভিযোগ করেছেন, আমতলা এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবির বারবার শহিদ সমাবেশে যাওয়ার খরচের জন্য সেন্টার থেকে টাকা চাইছেন।

অভিযোগকারীর দাবি, সেন্টারে এসে ১৫০০ টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে হুমকি এবং মারধরের চেষ্টা করেন হুমায়ুন কবির। তাতেই কার্যত আতঙ্কিত হয়ে নিরাপত্তা চেয়ে বিডিও ও থানার দ্বারস্থ হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী।

এদিকেস সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ওই তৃণমূল নেতা। উল্টে আইসিডিএস কর্মীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন আমতলার পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী হুমায়ুন কবির। তাঁর দাবি, ওই আইসিডিএস কর্মী দূর থেকে আসেন এবং সেন্টার ঠিকভাবে চালান না। তাঁর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রচুর অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন হুমায়ুন কবির।

Next Article