Bayron Biswas: এজেন্সি হানার মাঝেই অসুস্থ বায়রন, কেঁদে ফেললেন বাবা

Murshidabad: বায়রনের বাবা বাবর আলির কথায়, "আমি সেরকম বলতে পারব না। তবে হতেও পারে যে আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ওনারা আমার সঙ্গেও কথা বলেছেন। বলেছেন, আমরা জানি আপনি খুব ভাল লোক। বাবার মতো আপনি।"

Bayron Biswas: এজেন্সি হানার মাঝেই অসুস্থ বায়রন, কেঁদে ফেললেন বাবা
কেঁদে ফেললেন বায়রনের বাবা। ডানদিকে বায়রন বিশ্বাস। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 6:19 PM

মুর্শিদাবাদ: সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা চলছে। বুধবার সকাল থেকে প্রায় ১২ ঘণ্টা পার হতে চলেছে, এখনও তদন্তকারীরা বিধায়কের বাড়িতে। লাগাতার অভিযানে বায়রন অসুস্থ হয়ে পড়েন বলে খবর। এদিকে এই ঘটনায় বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের অনুমান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে দাঁড়িয়ে কার্যত ভেঙে পড়েন বাবর আলি বিশ্বাস। জানান, তাঁর সঙ্গেও কথা হয়েছে তদন্তকারীদের।

বায়রনের বাবা বাবর আলির কথায়, “আমি সেরকম বলতে পারব না। তবে হতেও পারে যে আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ওনারা আমার সঙ্গেও কথা বলেছেন। বলেছেন, আমরা জানি আপনি খুব ভাল লোক। বাবার মতো আপনি।”

এদিকে টানা আয়কর দফতরের হানার মুখে বায়রন বিশ্বাস এদিন বিকালে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁকে দেখতে আনা হয় তাঁরই হাসপাতালের চিকিৎসকদের। মানসিক চাপে এমনটা ঘটে থাকতে পারে বলে মনে করছেন এলাকার লোকজন। প্রসঙ্গত, এদিন সামশেরগঞ্জের ধুলিয়ানে বায়রনের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী দল। যদিও এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবার নামে বলে সূত্রের খবর।