AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘আত্মহত্যা করতে চাই’, কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা দম্পতি, মনোবিদ বলছেন, ‘ব্যালট বক্সে জবাব দিন’

Murshidabad: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। সেই তালিকায় মুর্শিদাবাদের প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কে কবে, কী করে চলবে সংসার, কে ধরবে পরিবারের হাল, কোন পথে মিলবে নতুন চাকরি, আদৌও কী মিলবে, সব মিলিয়ে তীব্র দুশ্চিন্তায় দিন কাটছে হাজার হাজার পরিবারের।

Murshidabad: ‘আত্মহত্যা করতে চাই’, কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা দম্পতি, মনোবিদ বলছেন, ‘ব্যালট বক্সে জবাব দিন’
ব্যাকগ্রাউন্ডের ছবি প্রতীকী Image Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 10:51 AM
Share

বহরমপুর: একসঙ্গে চাকরি হারিয়েছেন অর্ণব যশ ও তাঁর স্ত্রী চন্দ্রাণী দত্ত। দু’জনেই বীরভূমের দুই স্কুলে ভূগোলের শিক্ষক। খবরটা চাউর হতেই প্রতিবেশীদের মধ্য়ে কৌতূহলের অন্ত নেই। এরইমধ্যে একদিন আগেই ঘটে গিয়েছে বড় দুর্ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্ণবের মা মঞ্জুলা যশের। পরিবারের দাবি, একইসঙ্গে ছেলে–বউমার চাকরি যাওয়ার কষ্ট সহ্য করতে পারেননি মঞ্জুলা দেবী। দুশ্চিন্তার কারণেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। এই ঘটনা নিয়ে যখন শোরগোল চলছে তখন আরও এক হৃদয়বিদারক খবর এল মুর্শিদাবাদ থেকে। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। সেই তালিকায় মুর্শিদাবাদের প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কে কবে, কী করে চলবে সংসার, কে ধরবে পরিবারের হাল, কোন পথে মিলবে নতুন চাকরি, আদৌও কী মিলবে, সব মিলিয়ে তীব্র দুশ্চিন্তায় দিন কাটছে হাজার হাজার পরিবারের। এরইমধ্যে এক মনোবিদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে বিস্তর চর্চা। ফেসবুকে তিনি লিখছেন, “সারাদিন টিভির পর্দায় চোখ রাখতে পারিনি ব্যস্ততার কারণে। কাল রাত আটটায় দুজন শিক্ষক-শিক্ষিকা এলেন আমাকে দেখাতে। দু’জনেরই নাম প্যানেলে বাতিল হয়েছে।” দম্পতির মানসিক অবস্থা দেখে নিজেই দ্রুত তাঁদের এই চরম সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য কাউন্সিলিংও করেন ওই রঞ্জন ভট্টাচার্য নামে ওই মনোবিদ। 

নাম প্রকাশ্যে না আনলেও রঞ্জনবাবুই জানাচ্ছেন, ৭ বছর আগে বিয়ে হয়েছিল ওই দম্পতির। তাঁদের কোল আলো করে আছে ৫ বছরের একটি ফুটফুটে কন্যা সন্তানও। দু’জনেই আত্মঘাতী হতে চান। তাঁদের সঙ্গে কথাবার্তা বলে রঞ্জনবাবু বলছেন তাঁদের এই চরম সিদ্ধান্তের পিছনে যতটা না আর্থিক অনিশ্চয়তা কাজ করছে তার থেকেও বেশি কাজ করছে সামাজিক সম্মানহানি। ফেসবুকে তিনি আরও লিখছেন, ‘ওরা আত্মঘাতী হতে চান যতটা না আর্থিক অনিশ্চয়তার কারণে, তার চেয়ে বেশি অপমানিত বোধ করায় ও আত্মগ্লানির কারণে। সব মতাদর্শ, স্বার্থ ভুলে মনুষ্যত্বের জয় হোক। মানবতার এই গভীর সঙ্কটে এনাদের পাশে দাঁড়ান। চাল আার কাঁকরের ফারাক না বুঝে সবাইকে এক পঙক্তিতে আনা ঠিক নয়।’