‘রেফার’ করাতেই বিপত্তি! শক্তিপুরে চিকিত্সক-নার্স নিগ্রহকাণ্ডে গ্রেফতার ৪

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 23, 2021 | 8:49 AM

Murshidabad: এরপর চিকিত্সকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। ঝামেলায় স্থানীয় এক নেতা নিজাম সারেডির নামও উঠে আসছে।

রেফার করাতেই বিপত্তি! শক্তিপুরে চিকিত্সক-নার্স নিগ্রহকাণ্ডে গ্রেফতার ৪
নিজস্ব চিত্র

Follow Us

মুর্শিদাবাদ: শক্তিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সককে মারধর ও নার্স নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরও ২ জন। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তদের খোঁজেও চলছে তল্লাশি। সিওপিডি আক্রান্ত এক রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে স্বাস্থ্যকেন্দ্র। অভিযোগ, রোগীর আত্মীয়রা কর্তব্যরত নার্স ও চিকিত্সকের ওপর চড়াও হন।

বৃহস্পতিবার দুপুরে সিওপিডি আক্রান্ত শক্তিপুর এলাকারই এক বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো হয়। স্বাস্থ্যকেন্দ্রে তাঁর প্রাথমিক চিকিত্সা হয়। তবে সন্ধ্যার পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে থাকে। কর্তব্যরত চিকিত্সক অনুুপম মণ্ডল তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন।

এই নিয়ে বাঁধে গোল! রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়ে যান। হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কর্তব্যরত চিকিত্সক ও নার্সরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কাজ হয় না তাতেও। অভিযোগ, রোগীর আত্মীয়রা আরও বেশি চোটপাট করতে থাকেন। এরপর চিকিত্সকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। ঝামেলায় স্থানীয় এক নেতা নিজাম সারেডির নামও উঠে আসছে। তাঁরই নেতৃত্বের রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখান। এরপর চিকিত্সক বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। রোগীর পরিবারের আত্মীয়দের হাতে আক্রান্ত হয়েছেন নার্সও। ঘটনায় অনুপম মণ্ডল নামে এক চিকিত্সক ও রাধারানি দে নামে এক নার্স আহত হয়েছেন বলে খবর।

নার্সের অভিযোগ, ” দরজা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু দরজা খুলে ওঁরা ভিতরে ঢুকে মেরেছেন। আমাকে চেয়ার থেকে টেনে ফেলে দিয়েছে। আমার পেটে লেগেছে। স্যারকেও আটকে রেখে মারধর করেছেন ওঁরা।” রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। আরও পড়ুন: তলপেটে সেলাইয়ে লাথি, চেয়ার থেকে টেনে ছুড়ে ফেলা হল নার্সকে! ‘ঘৃণ্য’ ঘটনা মুর্শিদাবাদে

Next Article