Migrant Worker Death: মুম্বইয়ে ২২ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পিতৃহীন ন’মাসের দুধের শিশু

Migrant Worker Death: জানা গিয়েছে, রোজগারের আশায় কুড়ি দিন আগে মুম্বইয়ে রও না দেন শুকুর। রাজমিস্ত্রির কাজ করতেই সেখানে গিয়েছিলেন। জানা গিয়েছে, রবিবার বিকেলে নির্মীয়মাণ একটি ভবনের ২২ তলা থেকে পড়ে যান তিনি।

Migrant Worker Death: মুম্বইয়ে ২২ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, পিতৃহীন ন'মাসের দুধের শিশু
পিতৃহীন ন'মাসের সন্তানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 04, 2023 | 4:55 PM

মুর্শিদাবাদ: পরপর মৃত্যুর খবর আসছে ভিন রাজ্য থেকে। গতকালের পর আবার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মুম্বইয়ে কাজে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ওই পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শুকুর শেখ (২৪)। বাড়ি খড়গ্রাম থানার নগরে।

জানা গিয়েছে, রোজগারের আশায় কুড়ি দিন আগে মুম্বইয়ে রও না দেন শুকুর। রাজমিস্ত্রির কাজ করতেই সেখানে গিয়েছিলেন। জানা গিয়েছে, রবিবার বিকেলে নির্মীয়মাণ একটি ভবনের ২২ তলা থেকে পড়ে যান তিনি। স্থানীয় হাসপাতালে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে খবর, শুকুরের ন’মাসের একটি ছোট সন্তান রয়েছে। বৃদ্ধ বাবাকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। মৃতের স্ত্রী বলেন, “আমি কীভাবে বাঁচব। বাড়িতে রোজগেরে আর কেউ নেই…”

রবিবারও মুর্শিদাবাদেরই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে গিয়ে মৃত্যু হয় প্রতুল মণ্ডল নামে বছর তেত্রিশের এক যুবকের। সেখানে রুজির টানে প্রায় তিনমাস আগে রাজমিস্ত্রির কাজ নিয়ে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা দেন। গত বৃহস্পতিবার দুপুর নাগাদ কর্মসংস্থান ছেড়ে খাবার খেতে বের হয় তিনি। সেই সময় দুর্ঘটনায় গুরুতর জখম হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, বিগত কিছুদিনে রাজ্যের একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে কাজে গিয়ে। কিছুদিন আগেই মিজোরামে কাজে গিয়ে মৃত্যু হয়েছিল মালদায় ২৩ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদেরই তিন শ্রমিক গাজিয়াবাদে কাজে গিয়ে প্রাণ হারান। গতকালও দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিক গুজরাটে কাজে গিয়ে প্রাণ হারিয়েছেন।