Murshidabad: ‘জানলা দিয়ে তলোয়ার দেখাচ্ছে…’, দরজার বাইরে ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী,দরজা টেবিল দিয়ে আটকে রইলেন মহিলা,ঘণ্টাখানেক লড়াইয়ের পর বাড়িতে আগুন দিয়ে পালাল দুষ্কৃতীরা
Murshidabad News: ক্রমাগত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। রাত-দিন ভয়ে কাঁটা হয়ে আছেন সেখানকার বাসিন্দারা। এক বৃদ্ধা জানালেন রাতের সেই অভিজ্ঞতার কথা। বেতবোনা গ্রামের ওই প্রৌঢ়ার কথায়, বাইরে তখন জনা ৩০ পুরুষ। প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র এবং পেট্রোল। তাদের হাত থেকে বাঁচতে বাড়ির মেয়েদের এবং পুরুষদের নিয়ে ঘরের ভিতরেই দরজা বন্ধ করে পিঠ দিয়ে দরজাটাকে ধরে রাখলেন প্রৌঢ়া।

মুর্শিদাবাদ: বিগত বেশ কয়েকদিনে বদলেছে পরিস্থিতি। শান্ত এলাকার চেহারা এভাবে ভয়াবহ রূপ নিতে পারে তা ভাবতেও পারছেন না এলাকাবাসী। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। ক্রমাগত অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। রাত-দিন ভয়ে কাঁটা হয়ে আছেন সেখানকার বাসিন্দারা। এক প্রৌঢ়া জানালেন রাতের সেই অভিজ্ঞতার কথা।
বেতবোনা গ্রামের ওই প্রৌঢ়ার কথায়, বাইরে তখন জনা ৩০ পুরুষ। প্রত্যেকের হাতে ধারাল অস্ত্র এবং পেট্রোল। তাদের হাত থেকে বাঁচতে বাড়ির মেয়েদের এবং পুরুষদের নিয়ে ঘরের ভিতরেই দরজা বন্ধ করে পিঠ দিয়ে দরজাটাকে ধরে রাখলেন প্রৌঢ়া। বাড়ির লোকজন তখন ওই ঘরেই খাটের নিচে লুকিয়েছেন। প্রৌঢ়ার সঙ্গে বাড়ির ছেলেরা দরজার পিছন দিক থেকে টেবিল দিয়ে ঠেকিয়ে রেখেছেন। বাইরে থেকে তখন দরজায় জোরে জোরে লাঠি এবং লাথির বাড়ি।
দরজা ভাঙতে না পেরে ধারাল অস্ত্র বাইরে থেকে জানালা দিয়ে দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে দুষ্কৃতীরা। কিন্তু তাতেও টলেননি ওই প্রৌঢ়া। অনড় ছিলেন তিনি। কোনও ভাবেই দরজা ভাঙতে দেননি তিনি। ওই দুষ্কৃতীরা দরজা ভাঙতে ব্যর্থ হয়ে শেষে গোটা বাড়ি লুটপাট চালায়। বাড়ির একাংশে আগুন লাগিয়ে চলে যায়। ঘটনার দিনের ভয়ংকর অভিজ্ঞতা চোখে মুখে আতঙ্ক নিয়ে জানালেন বেতবোনা গ্রামের ওই প্রৌঢ়া। নিজের স্বামী এবং ছেলে মেয়েকে কোনওভাবে রক্ষা করেছেন। কিন্তু এখনো ভয় রয়েছেন বলে তিনি জানালেন। রাত নেমে আসলেই হামলার আশঙ্কা করছেন তিনি। মহিলা জানালেন, “খাবার নেই, বাড়িতে বিদ্যুৎ নেই।” তিনি বলেন, “ওই মহিলা বলেন, “আমাদের জানলা গিয়ে বড় বড় তলোয়ার দেখাচ্ছে। চাকু-ছুরি দেখাচ্ছে। বলছে বেরিয়ে আয়। গুম করে দেব।”





