School: পড়াশোনা হয় ‘না’, এই স্কুলে শিশুরা গিয়ে সাফ করে বাথরুম!
Murshidabad School: ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালযয়ের। সেখানেই ধরা পড়ল এমন ছবি। জানা গিয়েছে, স্কুলটিতে ২২৯ জন পড়ুয়া। তবুও পর্যাপ্ত শিক্ষক নেই। ঠিকমতো ক্লাসও হচ্ছে না। রয়েছেন মোটে দুজন। এই দুজনের মধ্যে একজন আবার ছুটিতে। সেই কারণে টিআইসি দিয়ে চলছে স্কুল।
সামশেরগঞ্জ: কেউ পড়ে ক্লাস ওয়ানে, কেউ ক্লাস টু, কেউ আবার থ্রি-ফোর। এর থেকে বেশি নয়। অভিযোগ, সেই ছোট-ছোট শিশুদের দিয়ে আবর্জনা পরিষ্কার করার অভিযোগ উঠল টিআইসি সহ স্কুলের স্টাফদের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই তুমুল বিক্ষোভ।
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালযয়ের। সেখানেই ধরা পড়ল এমন ছবি। জানা গিয়েছে, স্কুলটিতে ২২৯ জন পড়ুয়া। তবুও পর্যাপ্ত শিক্ষক নেই। ঠিকমতো ক্লাসও হচ্ছে না। রয়েছেন মোটে দুজন। এই দুজনের মধ্যে একজন আবার ছুটিতে। সেই কারণে টিআইসি দিয়ে চলছে স্কুল।
অভিযোগ, ছোট-ছোট শিশুদের দিয়ে সাফ করানো হচ্ছে বাথরুম। ফেলানো হচ্ছে আবর্জনা। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাদের দাবি, এখানে ভাল মিড ডে মিলও দেওয়া হয় না।
এক অভিভাবক বলেন, ওই স্কুলের মাস্টাররা ভাল রান্নার খাবার খায়। ছাত্রদের একেবারে বাজে খাবার খাওয়ায়।” যদিও নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয় এর টিআইসি সব অভিযোগ উড়িয়ে দেন। তিনি স্বীকার করে নিয়ে বলেন পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না। এক শিশু বলে, “বিকাশ স্যার বাথরুম পরিষ্কার করায়। যে খাবার দেয় সেই খাবারও বাজে।”