Murshidabad: বুলেট এফোঁড় ওফোঁড় হয়ে যায় শরীর, রাস্তায় তৃণমূল কর্মীর ভয়ঙ্কর পরিণতি
Murshidabad: স্থানীয় বাসিন্দাদের থেকে পরিবারের সদস্যরা খবর পান, বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন শ্যামবাবু। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়ে শ্যামবাবুকে লক্ষ্য করে গুলি চালনো হয়। এক্ষেত্রে তৃণমূলেরই এক দল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার।
মুর্শিদাবাদ: তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের তির তৃণমূলেরই সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার ভবানীগঞ্জ দিয়ার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামবাবু রায় (৩৪)। শ্যামবাবু রায় এলাকায় তৃণমূল করতেন দাবি পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে আর পাঁচটা দিনের মতো কাজে বেরিয়ে গিয়েছিলেন শ্যামবাবু। বাড়ির লোকের সঙ্গে ফোনে কথাও হয়। কিন্তু সন্ধ্যার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে বাড়ি ফেরেন না শ্যামবাবু। পরিবারের সদস্যরা তখন তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু কোনওভাবেই যোগাযোগ করতে পারছিলেন না। পরে এলাকায় খোঁজ করতে বের হন।
স্থানীয় বাসিন্দাদের থেকে পরিবারের সদস্যরা খবর পান, বাড়ির অদূরে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন শ্যামবাবু। পরিবারের অভিযোগ, রাতে বাড়ি ফেরার সময়ে শ্যামবাবুকে লক্ষ্য করে গুলি চালনো হয়। এক্ষেত্রে তৃণমূলেরই এক দল সমর্থকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের দাবি, অভিযুক্তরা আগে তৃণমূলই করতেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁরা দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে নির্দলকে সমর্থন করেন।
রক্তাক্ত শ্যামবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে শ্যামবাবুর। এরপর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। মৃতের দাদার বক্তব্য, ” এলাকারই আট থেকে দশ জন ভাইকে ঘিরে ধরে গুলি চালিয়েছে। আমরা পুলিশকে সবটা জানিয়েছি।” এর পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে, নাকি পুরনো শত্রুতা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কেউ প্রতিক্রিয়া দেননি।