
মুর্শিদাবাদ: হাসপাতালের পিছনে জঙ্গল। জঙ্গলের মাঝে একটা জায়গায় মাছি ভন্ ভন্ করছিল। সাধারণত ওই এলাকায় বিশেষ কেউ জানেন না। হাসপাতালেরই রোগীর এক পরিজন সেখানে গিয়েছিলেন প্রস্রাব করতে। তাঁর নজরেই পড়ে। কিছু একটা দেখে সন্দেহ হয় তাঁর। তিনি এসে জানান হাসপাতালের নিরাপত্তারক্ষীদের। দৃশ্য দেখে শরীর দিয়ে হিমস্রোত বয়ে যায়। নিরাপত্তা হাসপাতালের পিছনের বাগান থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই উদ্ধার তিন বছর এক শিশু। তারও কানের পাশে, মাথার পিছনে ক্ষত। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়ঙ্কর ঘটনা।
সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালের পেছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই আতঙ্কিত অবস্থায় উদ্ধার হয়েছে তারই তিন বছরের জীবিত পুত্র সন্তানকে। বৃহস্পতিবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল সংলগ্ন পিছনের বাগান থেকে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে।
পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এখনও পর্যন্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত ওই মহিলার পরিচয় মেলেনি। স্থানীয় সূত্রের খবর, তারাপুর হাসপাতালে পেছনের বাগানে রক্তাক্ত অবস্থায় এবং অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই জীবিত থাকলেও আতঙ্কিত অবস্থায় পড়েছিল তারই তিন বছরের পুত্র সন্তান।
বিষয়টি সকাল সকাল নজরে আসতেই কার্যত ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে মৃতদেহের পাস থেকে শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। এভাবে একজন মহিলার মৃতদেহ উদ্ধার এবং আতঙ্কিত শিশু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।