AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ‘বাংলাদেশি বলেই গায়ে পেট্রল ঢালল ওরা’, প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক

Murshidabad: অভিযোগ, বিহারের ভাগলপুরে ফেরি করার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তারপর বাংলাদেশি সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়। জীবন্ত তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় কয়েকজন যুবক প্রাণ বাঁচায়।

Murshidabad: 'বাংলাদেশি বলেই গায়ে পেট্রল ঢালল ওরা', প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক
ফারুক শেখ, পরিযায়ী শ্রমিকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 07, 2026 | 12:11 PM
Share

মুর্শিদাবাদে: বাংলাদেশে দীপু দাসে খুনের বদলা নেওয়ার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি অভিযোগ তুলে গণধোলাই, কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিককে। ফের ভিন রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কুলগাছি এলাকার বাসিন্দা ফারুক শেখ।

অভিযোগ, বিহারের ভাগলপুরে ফেরি করার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তারপর বাংলাদেশি সন্দেহে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়। জীবন্ত তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় কয়েকজন যুবক প্রাণ বাঁচায়। কোনওক্রমে বাড়ি ফিরে আসেন ফারুক শেখ।

ভীষণভাবে আতঙ্কিত তিনি। তাঁর চোখেমুখে আতঙ্ক লেগে রয়েছে। সপ্তাহখানেক আগেই বাড়ি ফিরেছেন তিনি। কিন্তু এখনও সেই রেশ কাটিয়ে উঠতে পারছেন না। ফারুক বলেন, “সেদিন আমি ফেরি করতে বেরিয়েছিলাম। মাল বেঁচে ফিরছি, তখন ওরা আমাকে দাঁড়াতে বলল। আমি তো ভেবেছি, মাল নেবে ওরা আমার থেকে। জিজ্ঞাসা করল তুই কোথাকায়? আমি বলার আগেই ওরা বলতে শুরু করল, তুই তো বাংলাদেশি। বাংলায় কথা বলি বলেই বলে দিল বাংলাদেশি। জিন্দা পুড়িয়ে দেব বলছিল। গায়ে পেট্রল ঢালে।” কথা বলতে বলতে ভয়ে কেঁদেই ফেলেন তিনি। সেখানেই কয়েকজন সংখ্যালঘু তাঁকে গিয়ে উদ্ধার করেন বলে তিনি জানান। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।