Panchayat Elections 2023: বোমা বেঁধে কত পেত হালিম? মৃতের পাশ থেকে উদ্ধার সেই চিরকুট
Panchayat Elections 2023: সূত্রের খবর, ওই চিরকুটে লেখা রয়েছে আলমজুর রহমান নামে এক ব্যক্তির নাম। পাশাপাশু ফাঁকা মাঠ ও এলাকার নাম লেখা রয়েছে। সঙ্গে ৮ হাজার টাকা লেখা রয়েছে।
মুর্শিদাবাদ: শনিবার বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় হালিম বিশ্বাস নামে এক ব্যক্তির। সেই ঘটনার পর থেকেই চাপানউতর তুঙ্গে। এরই মধ্যে আবার ঘটনাস্থল থেকে পুলিশের হাতে উঠে এল চিরকুট। কাগজের ওই টুকরোর ভিতরে যা লেখা তা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়।
সূত্রের খবর, ওই চিরকুটে লেখা রয়েছে আলমজুর রহমান নামে এক ব্যক্তির নাম। পাশাপাশি ফাঁকা মাঠ ও এলাকার নাম লেখা রয়েছে। সঙ্গে ৮ হাজার টাকা লেখা রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আট হাজার টাকার বিনিময়ে এই বোমা বাঁধার কাজের কথা বলা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির আধার কার্ড।
উল্লেখ্য, মুর্শিদাবাদের বেলডাঙা নতুনপাড়া এলাকায় আজ সকালে বোমা বিস্ফোরণ হয়। তাতে প্রাণ যায় হালিম বিশ্বাস নামে এক ব্যক্তির। সেই ঘটনার পর তোলপাড় রাজ্য় রাজনীতি। কংগ্রেস অভিযোগ করতে থাকে, তৃণমূল পঞ্চায়েত ভোটের জন্য এদের জোগাড় করে এনেছে। এরা সকলেই বোমা বাঁধার এক্সপার্ট। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এই বিষয়ে প্রাক্তন বিধায়ক বলেন, “ওরা বোমা বাঁধছিল। সেই সময় আচমকা ব্লাস্ট হয়ে যায়। বোমের যা ধর্ম তাই হয়েছে।” তিনি আরও অভিযোগ জানিয়ে বলেন, “যার মৃত্যু হয়েছে তাঁর নাম হালিম। তৃণমূলের লোকজন পঞ্চায়েত ভোটের জন্য এই বোমা বাঁধতে বলেছিল।”