AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga Pell-mell: মার খেলেন সাংবাদিক, নিরাপত্তা না দিয়ে উল্টে কাঠগড়ায় দাঁড় করাল পুলিশ

Beldanga Chaos: পুলিশ সুপারের কথায়, 'আমরা ভিডিয়ো ধরে সাংবাদিককে মারের ঘটনায় চার জনকে চিহ্নিত করেছি। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি, আরও ৩০ জনকে যে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে ভিডিয়োতে চিহ্নিত করে, ধারাগুলি আরও একবার যাচাইয়ের পর আদালতে পাঠানো হবে।'

Beldanga Pell-mell: মার খেলেন সাংবাদিক, নিরাপত্তা না দিয়ে উল্টে কাঠগড়ায় দাঁড় করাল পুলিশ
কী বললেন পুলিশ সুপার?Image Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Jan 17, 2026 | 7:53 PM
Share

বেলডাঙা: ‘এমন কোনও কথা যা উস্কানি জোগাতে পারে, তা থেকে দূরে থাকুন।’, বেলডাঙার ঘটনায় যেন সাংবাদিকদেরই উল্টো কাঠগড়ায় দাঁড় করাল পুলিশ। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বেলডাঙা নিয়ে আশ্বস্ত করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। পাশাপাশি তুলে ধরলেন সাংবাদিকের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ।

শুক্রবার থেকে শুরু হওয়া তাণ্ডবের ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। যাদের মধ্যে আবার চারজনকে গ্রেফতার করা হয়েছে সংবাদমাধ্যমের উপর আক্রমণের ঘটনায়। তবে এটাই শেষ নয়। পুলিশ সুপার সাফ জানিয়ে দিয়েছেন, এখনও তদন্ত চলছে। অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ জারি রেখেছেন তদন্তকারী।

পুলিশ সুপারের কথায়, ‘আমরা ভিডিয়ো ধরে সাংবাদিককে মারের ঘটনায় চার জনকে চিহ্নিত করেছি। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি, আরও ৩০ জনকে যে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে ভিডিয়োতে চিহ্নিত করে, ধারাগুলি আরও একবার যাচাইয়ের পর আদালতে পাঠানো হবে।’

যারা গ্রেফতার হয়েছেন, তাঁদের কারওর কোনও রাজনৈতিক পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলেই জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি নিহত পরিযায়ী শ্রমিকের তদন্তে একটি টিম এখনও ঝাড়খণ্ডে তদন্ত চালাচ্ছে বলেই জানান তিনি। বলে রাখা প্রয়োজন, বেলডাঙার এই পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুক্রবারের পর শনিবারও চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সুপারের মতে, ‘এদিনের বিক্ষোভ ঝামেলা করার জন্যই ছিল।’ সেই জন্য লাঠিচার্জ করতেও বিরত থাকেননি তাঁরা। শনিবার বড়ুয়া মোড় অবরোধ করে কয়েকশো মানুষ।

সাংবাদিকদের জন্য সতর্কতা

সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা দিলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। তুলে ধরলেন পরিযায়ী আবেগের কথা। এদিন বেলডাঙায় সাংবাদিক আক্রান্তের ঘটনা দুর্ভাগ্য়জনক বলে অভিহিত করে ভিন্ন যুক্তি তুলে ধরলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি বলেন, ‘আপনারা যাঁরা সাংবাদিক রয়েছেন, আপনারা এই সব জায়গায় যখন যাবেন একটু বুঝে প্রশ্ন করুন, কথা বলুন, ওদের অনেকেই দুবৃত্ত। এমন কোনও কথা যা ওদের উস্কানি জোগাতে পারে, সেই প্রসঙ্গ দূরে থাকুন। আর এই গোটা ঘটনাটাই খুব’