SIR Panic: ‘খালি বলছে তুলে নিয়ে যাবে…’ ফের SIR আতঙ্ক? রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ার

SIR Panic in Murshidabad: পরিবারের সদস্যরা বলছেন, বিগত তিন চারদিন থেকেই তাঁর চিন্তার গ্রাফ অনেকটাই বেড়ে গিয়েছিল। সারাক্ষণ উদ্বেগের মধ্যে ছিলেন। বাড়ির লোকজন তাঁকে আশ্বস্ত করলেও তাতে কোনও কিছুই কাজ হয়নি। উদ্বেগের কথা মানছেন জামাই সেকেন্দর আলিও।

SIR Panic: ‘খালি বলছে তুলে নিয়ে যাবে…’ ফের SIR আতঙ্ক? রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা প্রৌঢ়ার
চাপানউতোর এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 16, 2025 | 12:08 PM

বেলডাঙা: কখনও অতিরিক্ত চিন্তার কারণে শরীর খারাপ, কখনও উদ্বেগের কারণে আত্মহত্যার চেষ্টা, এসআইআরের মূল পর্ব শুরু হতেই বিগত কয়েকদিনেই একের পর এক মৃত্যুর খবর সামনে এসেছে। একের পর এক মৃত্যুর সঙ্গে জুড়ে গিয়েছে এসআইআর তত্ত্ব। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। পাল্টা বিজেপির দাবি, যে কোনও কারণেই মৃত্যু হলে সবের সঙ্গেই এসআইআর জুড়ে দিচ্ছে রাজ্যের শাসকদল। এমনকি এসআইআর নিয়ে অকারণে ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে। এ নিয়ে তরজা-চর্চার মধ্যেই রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা প্রৌঢ়া। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বেলডাঙা থানার সারুলিয়া এলাকায়। 

মৃতের নাম শাকিলা বিবি (৫৫)। তাঁর আত্মীয়দের দাবি, এসআইআর নিয়ে বিগত কয়েকদিন ধরেই ব্যাপক আতঙ্কিত ছিলেন শাকিলা। রবিবার সকালে আচমকা বাড়ি থেকে বেরিয়ে এসে লালগোলা-শিয়ালদহ শাখায় সারুলিয়া এলাকায় রেল লাইনে মাথা দিয়ে দেন। স্থানীয় সূত্রে খবর, ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল শাকিলা বিবির। কিন্তু নামের বানান নিয়ে সংশয় ছিল। 

পরিবারের সদস্যরা বলছেন, বিগত তিন চারদিন থেকেই তাঁর চিন্তার গ্রাফ অনেকটাই বেড়ে গিয়েছিল। সারাক্ষণ উদ্বেগের মধ্যে ছিলেন। বাড়ির লোকজন তাঁকে আশ্বস্ত করলেও তাতে কোনও কিছুই কাজ হয়নি। উদ্বেগের কথা মানছেন জামাই সেকেন্দর আলিও। তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। মাঝে শাশুড়ির সঙ্গে কথাও হয়। তিনিও বলছেন একই কথা। খানিক উদ্বেগের সুরেই তিনি বলছেন, “ওকে অনেক বুঝিয়েছিলাম। বলছিলাম কিছুই হবে না। কিন্তু ও শুধুই বলছিল ধরে নিয়ে যাবে। আমি তো কাজে ছিলাম। কাজ থেকে এসে দেখি এই অবস্থা। ততক্ষণে মৃতদেহ উদ্ধার করা হয়ে গিয়েছে।”