কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে নতুন একটি রাজনৈতিক দলের লড়াই দেখবে বাংলা। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফের পাশাপাশি ২০২৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে লড়বে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া (SDPI)। সম্প্রতি ওই দলের তরফে এই ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা আসনে লড়ার কথা ঘোষণা করেছে এই দল। তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্য রাজ্য থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবে এই রাজনৈতিক দল। মোট ৬০টি লোকসভা আসনে লড়াইয়ের কথা ঘোষণা করেছে এসডিপিআই। লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরুর কথাও জানিয়ে দিয়েছে এই দলটি।
সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গের কোন কোন আসে লড়বে, তার ঘোষণা করেছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে আসনে লড়াইয়ের করবে এই দল। অধীর চৌধুরীর নির্বাচনী ক্ষেত্রে বহরমপুর লোকসভা আসনের পাশাপাশি জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং মাদলহ দক্ষিণ আসনেও লড়বে এই রাজনৈতিক দল।
পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, গুজরাট, মধ্য প্রদেশ, মহারাষ্ট্রেও প্রতিদ্বন্দ্বিতা করবে এই এসডিপিআই। দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরল এবং কর্নাটকেও লোকসভা নির্বাচনে লড়বে দলটি। এই সব রাজ্যের কোন কোন আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবে সে ঘোষণা করা হয়েছে দলের তরফে।
পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের ভবিষ্যত এখন বিশবাঁও জলে। এই পরিস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল নামবে লড়াইয়ের ময়দানে। এ রাজ্যে তৃণমূলের গড় ভাঙতে মরিয়া বিজেপি। নতুন দলের আগমন কী রাজ্যের শাসকের অস্বস্তি আরও বাড়াবে? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা আর কয়েক দিনের।