AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad: ধুলিয়ানের মানুষের সঙ্গে কথা বললেন SP, দিলেন ফোন নম্বরও

Murshidabad: অপরদিকে, পুলিশ সুপার মহিলাদের আশ্বস্ত করে জানিয়েছেন,পুলিশ ক্রমাগত টহল দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আছে। কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট নম্বরে ফোন করার বার্তা দিয়েছেন তিনি।

Murshidabad: ধুলিয়ানের মানুষের সঙ্গে কথা বললেন SP, দিলেন ফোন নম্বরও
ধুলিয়ানে SP Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2025 | 11:04 PM
Share

মুর্শিদাবাদ: তপ্ত মুর্শিদাবাদের জঙ্গীপুর-সুতি-ধুলিয়ানের মতো একাধিক এলাকা। রবিবার যে সকল জায়গায় অশান্তি হয়েছে সেখানে পৌঁছে গিয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার।শনিবার সন্ধেয় সামশেরগঞ্জে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এরপর ঘটনাস্থলে পৌঁছন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল করণি সিং শেখাওয়াত। এবার এই সব অঞ্চল ঘুরে দেখলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়। সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন তিনি।

এ দিন গ্রামের মহিলারা নিজেদের আতঙ্কের কথা জানান পুলিশ কর্তাকে। একজন বলেন, “স্যর ভয় লাগছে। কখনও মনে হচ্ছে বাড়ির ছাদ থেকে নামছে। কখনও দরজা তালা দিচ্ছে।” আর এক মহিলা বলেন, “খুব ভয় লাগছে স্যর। ঘুমোতে পারছি না। ছোট্ট-ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাব বলুন তো? আমার ছোট সন্তান জিজ্ঞাসা করছে মা ধুলিয়ান কি এমন থাকবে। খুব ভয়ে আছি আমরা।”

অপরদিকে, পুলিশ সুপার মহিলাদের আশ্বস্ত করে জানিয়েছেন,পুলিশ ক্রমাগত টহল দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনী আছে। কোনও অসুবিধা হলে সংশ্লিষ্ট নম্বরে ফোন করার বার্তা দিয়েছেন তিনি। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি। যদিও, এ দিন এলাকাবাসী দাবি করেছেন, ১৭ এপ্রিলের পর ফের তাঁদের উপর আবার হামলা হতে পারে। কেন্দ্রীয় বাহিনী ১৭ তারিখ চলে যাবে। তারপর তাঁদের নিরাপত্তা কে  দেবে প্রশ্ন তুলেছেন তাঁরা।