Suvendu Adhikari: ৫০ জায়গায় ২হাজার করে লোক বসাবে… কলকাতাকে টাইট দেওয়ার কথা বলছে সিদ্দিকুল্লা: শুভেন্দু
Murshidabad: বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় থেকেই শুভেন্দুর সঙ্গে সিদ্দিকুল্লার বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের অস্থির পরিস্থিতিতেও শুভেন্দু-কাঁটায় বিদ্ধ হন সিদ্দিকুল্লা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত শাসকমন্ত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কলকাতা: মুর্শিদাবাদের অশান্তিকে ইস্যু করে শাসকমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ফের আক্রমণ শানালেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, “কলকাতাকে টাইট দেওয়ার কথা বলছেন সিদ্দিকুল্লা চৌধুরী। বলছেন, আগে জেলাগুলোকে টাইট দেবেন, তারপর কলকাতা বুঝে নেবেন।”
সোমবার রাজ্য বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠকে শুভেন্দু সিদ্দিকুল্লা চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, “জামাত, চরমপন্থীরা যে কাজ করছে ওপারে, সেখানে বাংলাদেশ পাকিস্তানিদের হাতে চলে গিয়েছে। শেখ হাসিনার সরকার যখন নিয়ন্ত্রণে ছিল, তখন সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসা বাংলাদেশ সরকার দিত না।” এরপরই তিনি বলেন, ” সিদ্দিকুল্লার সাহস ভাবুন, বলছেন, কলকাতাকে টাইট দেবো, বাংলাকে টাইট দেব বলছেন। ৫০ টা জায়গায় ২ হাজার করে লোক বসিয়ে দেব। আগে জেলাকে টাইট দিই, তারপর কলকাতা দেখে নেব।”
প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতির সময় থেকেই শুভেন্দুর সঙ্গে সিদ্দিকুল্লার বাগযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ওয়াকফ ইস্যুতে মুর্শিদাবাদের অস্থির পরিস্থিতিতেও শুভেন্দু-কাঁটায় বিদ্ধ হন সিদ্দিকুল্লা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত শাসকমন্ত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত তিন চারদিন উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়েছে বাড়ানো হয়েছে ফোর্স। তাতে কিছুটা নিয়ন্ত্রণে হলেও, এখনও থমথমে এলাকা।





