AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Bombing: ভোটের আগের দিনও অনবরত সন্ত্রাস ধুলিয়ানে, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের

Murshidabad: এগারোটা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ।

Murshidabad Bombing: ভোটের আগের দিনও অনবরত সন্ত্রাস ধুলিয়ানে, তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের
মেহবুব আলম, তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্বামী (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 8:45 AM
Share

মুর্শিদাবাদ: রবিবার পুরভোট (Municipal Election)। তার আগে উত্তপ্ত ফের উত্তপ্ত মুর্শিবাদ। তৃণমূল পুর প্রশাসককে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। তবে কারা এই ঘটনার পিছনে রয়েছে তা এখনও জানতে পারা যায়নি।

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড। সেখানে তৃণমূল প্রার্থী রোশনিহারা বিবির স্বামী তথা ধুলিয়ান পুরসভার প্রাক্তন প্রশাসক মেহবুব আলমকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ ওই ব্যক্তি বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ করে বোমা মারে বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন মেহবুব। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। সামশেরগঞ্জ থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

বস্তুত, শুধু সন্ত্রাস নয় পুরভোটের আগে শাসকদলের গোষ্ঠীদ্বদন্দ্বও চরম আকার ধারন করেছে। কয়েকদিন আগেই কান্দিতে ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। ওই পুরসভার ১৭ মধ্যে ১৬টিতে তৃণমূলকে জেতানোর আবেদন করেন তিনি। সেই সঙ্গে তৃণমূলের একজন প্রার্থীকে কেউ ভোট দেবে না বলেও ওই সভামঞ্চ থেকে মন্তব্য করেন তিনি। বিধায়ক অবশ্য সরাসরি কোনও প্রার্থী বা নেতার নাম করেননি। তবে কান্দিতে এখন জোর গুঞ্জন ছড়িয়েছে, বিধায়কের নিশানায় ছিলেন কান্দি পুরসভার নয় নম্বর ওয়ার্ডের প্রার্থী মুনমুন সিনহা। ভরতপুরের তৃণমূল বিধায়কের এ হেন মন্তব্যের পর ফের একবার বেআব্রু তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দল।

আরও পড়ুন: Women Death in Balurghat: সন্তান জন্মের এক সপ্তাহের মধ্যেই মৃত্যু মহিলার, কারণ শুনলে চোখে জল আসবে

আরও পড়ুন: AMTA Student Death: ভোররাতে আনিসের কবরের সামনে ফের পুলিশ, দেহ তুলতেই দিলেন না স্থানীয়রা