
জঙ্গিপুর: আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর আগে রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল মুর্শিদাবাদের জঙ্গিপুর। তৃণমূল পরিচালিত জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই কাউন্সিলররা। সঙ্গে পেলেন কংগ্রেস ও বিজেপি কাউন্সিলরকে। জঙ্গিপুর পৌরসভার ২১ জন কাউন্সিলরের মধ্যে বৃহস্পতিবার ১১ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন।
জানা গিয়েছে, বিজেপির একজন ও কংগ্রেসের দু’জন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূলের ৮ জন কাউন্সিলর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। চেয়ারম্যানের অপসারণ চেয়ে এদিন জঙ্গিপুর মহকুমাশাসকের কাছে চিঠি দেন তৃণমূল কাউন্সিলররা। পুরসভায় চিঠি দেন। এদিন প্রথমে মহকুমাশাসকের দফতরে চিঠি দেওয়ার পর পৌরসভার আধিকারিকের দফতরে গিয়ে এই চিঠি জমা দেন শাসকদলের বিক্ষুব্ধ কাউন্সিলররা। তাঁদের অভিযোগ, চেয়ারম্যান কোনও কাজই করেন না।
তাঁর বিরুদ্ধে দলেরই কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাব আনার পিছনে স্থানীয় তৃণমূল বিধায়ক জাকির হোসেনের হাত রয়েছে বলে অভিযোগ মফিজুলের। তাঁর সঙ্গে দলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর রয়েছে জানিয়ে মফিজুল বলেন, “কংগ্রেস ও বিজেপি কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এই অনাস্থা প্রস্তাব কেন আনা হল, তা বিধায়কই বলতে পারবেন। আমাদের ধারণা বিধায়ক ও ব্লক সভাপতি মিলেই এই কাজ করেছেন। দল এই নিয়ে সিদ্ধান্ত নেবে।”
তাঁর বিরুদ্ধে কোনও কাজ না করার অভিযোগ নিয়ে চেয়ারম্যান বলেন, “পৌরসভার কাজ ঠিকই হচ্ছে। রাস্তাঘাট ভাল হয়েছে। শহরের আবর্জনার একটা সমস্যা রয়েছে। সেটা বিধায়কের জন্যই হচ্ছে। ডাম্পিং গ্রাউন্ডে নোংরা ফেলতে গেলেও বাধা দিচ্ছেন।” চেয়ারম্যানের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানতে বিধায়ক জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে যোগাযোগ করা যায়নি।