Murshidabad: দুর্নীতির অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিডিওর দ্বারস্থ তৃণমূলই
TMC: নিজের দলের বিরুদ্ধেই কেন তাঁরা দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন? গোলক বন্দ্যোপাধ্যায় বলেন, "ধানের বীজ, মাছের চারা-সহ বিভিন্ন জিনিস বণ্টন ঠিকমতো হচ্ছে না। তাই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আমরা বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছি।"

বেলডাঙা: বিরোধীরা নয়। তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল তৃণমূলই। শুধু অভিযোগই তুলল না, বিডিও-র কাছে স্মারকলিপিও জমা দিল। এই নিয়ে শাসকদলে কোন্দল শুরু হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙায়। পরস্পরকে তোপ দেগেছে শাসকদলেরই দুই পক্ষ।
বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বিডিও তুহিনকান্তি ঘোষের কাছে স্মারকলিপি জমা দেয় তৃণমূলের একাংশ। তার মধ্যে ছিলেন বেলডাঙা ২ নম্বর ব্লকের পশ্চিম চক্রের তৃণমূল ব্লক সভাপতি গোলক বন্দ্যোপাধ্যায়।
নিজের দলের বিরুদ্ধেই কেন তাঁরা দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন? গোলক বন্দ্যোপাধ্যায় বলেন, “ধানের বীজ, মাছের চারা-সহ বিভিন্ন জিনিস বণ্টন ঠিকমতো হচ্ছে না। তাই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে আমরা বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছি।” তিনি আরও বলেন, এই এলাকায় বিভিন্ন কাজে এখানকার ঠিকাদাররা টেন্ডার পান না। বাইরের ঠিকাদাররা টেন্ডার পাচ্ছেন। কারসাজি করে জলঙ্গি, বহরমপুরের ঠিকাদারদের টেন্ডার দেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে এই ব্লক।
এই খবরটিও পড়ুন




দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী আতাউর রহমান। তিনি বলেন, “কিছু লোক বিডিওর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। তার মধ্যে একজন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি অভিযোগ করেছেন, পঞ্চায়েত সমিতি থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল ঠিকমতো বণ্টন হচ্ছে না। তাঁকে বলতে চাই, আপনি তৃণমূল দলকে এই এলাকায় শেষ করছেন। লোকসভা নির্বাচনে তাঁর নিজের বুথে তৃণমূল মাত্র ২১টি ভোট পায়। তিনি এলাকায় বিজেপিকে শক্তিশালী করেছেন। আমি তাঁকে ধিক্কার জানাই। তিনি কনট্রাক্টরি ব্য়বসা করেন। কনট্রাক্টরি কাজ পেতে এইসব করছেন। কোনও তথ্য প্রমাণ চাইলে সৎ সাহস থাকলে বিডিও-র কাছে ডেপুটেশন না দিয়ে, পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেপুটেশন দিন। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে দেখিয়ে দেব কোনও দুর্নীতি হয়নি।”





