
মুর্শিদাবাদ: গত কয়েকদিনে বারবার সংবাদমাধ্যমের সামনে বেফাঁস মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এমন সব মন্তব্য করেছেন, যা দলকে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট। সম্প্রতি তাঁকে কার্যত ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। এবার কি তবে নিজের মন্তব্যে লাগাম দেবেন?
TV9 বাংলার মুখোমুখি হয়ে হুমায়ুন জানালেন দলের নির্দেশে বিতর্কিত মন্তব্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন, দলীয় নেতাদের একাংশই নাকি রাতের অন্ধকারে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাড়িতে ভেট পাঠায়। সম্প্রতি পীরজাদা কাশেম সিদ্দিকীকে দলে নেওয়ার সিদ্ধান্তও ভাল চোখে দেখেননি তিনি, প্রকাশ্যে এই নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা কমে যাবে বলেও দাবি করেছেন তিনি। এরপরই দল কড়া বার্তা দেয়। পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে দেওয়া হয় চিঠি। পরিষদীয় মন্ত্রীর ঘরে ডেকে জানিয়ে দেওয়া হয়, এটাই শেষবারের মতো সতর্ক করে চিঠি দেওয়া হল।
এবার হুমায়ুন বললেন, দলের শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন তিনি। রবিবার এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, “কখনও কখনও ক্ষোভে বা রাগে কোনও কথা বলেছি, তার মানে এই নয় যে দলকে ছোট করতে বা বিব্রত করতে বা ক্ষতি করার উদ্দেশে আমি কোনও কথা বলিনি।”
বিধায়ক বলছেন, “সাধারণ মানুষকে যদি কেউ বিপথের চালিত করে, কেউ যদি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য রাজ্যের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে, তখন আমি কথা বলেছি। দলের বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি আমাকে ওয়ার্নিং দিয়েছে। আমিও চেষ্টা করব দলের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে। যতদিন দলে আছি, ততদিন দলের নির্দেশ মানতে হবে।”