Manirul Islam: ‘ধুক-ধুক করে মরার থেকে একবারে মরা ভাল’, নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুমকি দিয়ে বললেন TMC-র মণিরুল

Murshidabad: সোমবার বিকেলে বস্ত্র-বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকেই ফরাক্কার বিধায়ক হুমকি দেন। বলেন, "কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।"

Manirul Islam: ধুক-ধুক করে মরার থেকে একবারে মরা ভাল, নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুমকি দিয়ে বললেন TMC-র মণিরুল
মণিরুল ইসলামImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2026 | 6:02 PM

ফরাক্কা (মুর্শিদাবাদ): প্রথম বলেছিলেন, ‘শুনানি করতে দেব না…’। তারপর বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তাঁর নেতৃত্বে। আর এবার সেই তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের মুখে ফের হুমকির সুর। নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এর আগে বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় মণিরুলের বিরুদ্ধে কেন মামলা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ফের একবার হুমকির সুরে কথা বলতে দেখা গেল তাঁকে।

সোমবার বিকেলে বস্ত্র-বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকেই ফরাক্কার বিধায়ক হুমকি দেন। বলেন, ”
কঞ্চি নয়, লাঠি দিয়ে নির্বাচন কমিশনের কোমর ঢিলা করে দিতে হবে। তুমি আকাশে আছ, পাতাল থেকে ছেঁড়ছে বের করব একটা-একটা করে।” তিনি আরও বলেন, “সংবিধান-সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। গালে থাপ্পর পড়ছে বিজেপির। কমিশনার পদত্যাগ করা উচিত। ভাঁড়-গদ্দার হয়ে গেছে। নিজে বাঁচার জন্য, আগামী প্রজন্মকে বাঁচাতে তৈরি থাকুন। ১৯ তারিখ ফাইনাল লিস্ট বেরবে। তখন যদি সব ঠিকঠাক হয়, নচেত দেখবেন চারিদিকে আগুন জ্বলছে। কিছু করার করার নেই। ধুক ধুক করে মরার থেকে একবারে মরা ভাল।”

এখানে উল্লেখ্য, এর আগে মণিরুল ধর্মের ভিত্তিতে নাম বাদের অভিযোগ তুলেছিলেন। সেই সময় বলেছিলেন, “হিন্দু ভাইরা আমায় বলছে, রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলে তখন চোদ্দ গুষ্ঠির খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফরাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে গুলি খেতে হয় এই মণিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে।” তারপর বিডিও অফিস ভাঙচুর করা হয়। এরপর ফের একবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল মণিরুল ইসলামের বিরুদ্ধে।