Humayun attacks Yusuf: ‘এটা ক্রিকেট খেলা নয়…’, ফের হুমায়ুনের নিশানায় ইউসুফ

Humayun Kabir: শুক্রবার বিকালে ভরতপুরে থানা পাড়ায় বস্ত্রদান শিবিরের আয়োজন হয়। সেখানেই রীতিমতো কটাক্ষের সুরে হুমায়ুন বলেন, “বহরমপুরের সাংসদ লালগোলায় চলে যাচ্ছে বিজয়া করতে। সেখানে তারানগরে ভাঙন। এমপিও যাওয়ার প্রয়োজন মনে করল না, এনারা কেউ নিয়েও গেল না।”

Humayun attacks Yusuf: ‘এটা ক্রিকেট খেলা নয়…’, ফের হুমায়ুনের নিশানায় ইউসুফ
রাজনৈতিক মহলে চাপানউতোর শুরুImage Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 25, 2025 | 1:23 PM

মুর্শিদাবাদ: ফের স্বমহিমায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এবার হুমায়ুনের নিশানায় বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। আগেও একাধিকবার ইউসুফের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন তিনি। এবার এবার প্রশ্ন তুলে দিলেন সাংসদ তহবিলের কার্যকারিতা নিয়ে। ভরতপুর বা রেজিনগরে সাংসদ তহবিলের টাকা ইউসুফ ব্যবহার করেননি বলে অভিযোগ হুমায়ুনের। তা নিয়েও জেলার রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর। অস্বস্তি শুরু দলের অন্দরেও। 

শুক্রবার বিকালে ভরতপুরে থানা পাড়ায় বস্ত্রদান শিবিরের আয়োজন হয়। সেখানেই রীতিমতো কটাক্ষের সুরে হুমায়ুন বলেন, “বহরমপুরের সাংসদ লালগোলায় চলে যাচ্ছে বিজয়া করতে। সেখানে তারানগরে ভাঙন। এমপিও যাওয়ার প্রয়োজন মনে করল না, এনারা কেউ নিয়েও গেল না। মানুষ তো ভোট দিয়ে তাঁকে সাংসদ করেছে। সে আবার নাকি বলেছে কেউ একা করেনি। হ্যাঁ একা করেনি, ৫ লক্ষ ৪০ হাজার ভোট পেয়েছ। তুমি কিন্তু টোটাল ১৮ লক্ষ ভোটারের কাছে দায়বদ্ধ। এটা ক্রিকেট খেলা নয়। রাজনীতি যখন করতে এসেছ তখন ১৮ লাখের জনপ্রতিনিধি হিসাবে দায়বদ্ধতা স্বীকার করে তোমাকে চলতে হবে।” 

এদিকে এর আগে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে না হতেই সেই সময় ইউসুফ পাঠানকে প্রার্থী করায় বেঁকে বসেছিলেন এই হুমায়ুন। ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। প্রয়োজনে নিজের দল খুলবেন বলেও জানিয়েছিলেন। তা নিয়ে বিতর্ক দানা বাঁধতে না বাঁধতেই কিছুদিনর মধ্যেই আবার সুর নরম করেছিলেন। এখন ফের ইউসুফকে নিয়ে মুখ খোলায় খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, “আসলে তৃণমূলের ভিতরে দল বলে কোনও বস্তু আছে কিনা সেটা বলা মুশকিল।”