AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Blast: সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ২ নাবালক

Murshidabad: আকছাড় মালদহ-মুর্শিদাবাদ থেকে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। কখনও আমবাগান, কখনও পুরোনো স্কুল, কখনও জঙ্গল থেকে বারেবারে এই বোমা উদ্ধার অথবা বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে।

Bomb Blast: সামশেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ২ নাবালক
বোমা বিস্ফোরণে উড়ল নাবালকের কবজিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 4:58 PM

সামশেরগঞ্জ: বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদের একাধিক জেলা। সুতি-জঙ্গীপুরের মতো বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই উত্তপ্ত আবহের মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফাটল বোমা। জখন দুই নাবালক। তবে এই বোমা বিস্ফোরণের এই ঘটনার সঙ্গে বিগত কয়েকদিন ধরে চলা অশান্তির কোনও যোগ নেই।

আকছাড় মালদহ-মুর্শিদাবাদ থেকে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। কখনও আমবাগান, কখনও পুরোনো স্কুল, কখনও জঙ্গল থেকে বারেবারে এই বোমা উদ্ধার অথবা বোমা বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। এর আগে একাধিকবার বোমা বিস্ফোরণের জেরে হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার সেই ঘটনার আরও একবার পুনরাবৃত্তি মুর্শিদাবাদে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত উত্তর মহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সকালবেলায় আচমকাই বোমা ফেটে জখম হয় দু’জন। তারা দুজনই নাবালক বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এলাকাবাসীর দাবি, খেলতে গিয়ে মজুত হওয়া বোমা ফেটে গিয়েছিল। তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত নাবালকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থীতিশীল বলে জানা যাচ্ছে।