AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Border: জিরো পয়েন্টে কাজের সময় মুর্শিদাবাদের দুই কৃষককে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের

Bangladesh Border: ভারত-বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার অন্তর্গত চর কাকমারি এলাকায় বিএসএফের কাছে নথি জমা করে চাষের জমিতে কাজ করতে যান ওই দুই কৃষক। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় চাষের জমিতে কাজ করছিলেন। দুপুরের পর থেকে আর খোঁজ নেই ওই দুই ভারতীয় কৃষকের।

Bangladesh Border: জিরো পয়েন্টে কাজের সময় মুর্শিদাবাদের দুই কৃষককে অপহরণ বাংলাদেশি দুষ্কৃতীদের
ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারায় বিএসএফ জওয়ানরা (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 03, 2024 | 4:16 AM
Share

সাগরপাড়া: বিএসএফ-কে জানিয়ে জিরো পয়েন্ট এলাকায় মাঠে কাজ করছিলেন। সেখান থেকে মুর্শিদাবাদের দুই কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই দুই জনের মধ্যে একজন হলেন শোয়েব নবী শেখ। বছর একচল্লিশের এই ব্যক্তির বাড়ি রানিনগর থানার অন্তর্গত শিবনগর এলাকায়। অন্যজনের নাম আইনুল হক শেখ। বছর চুয়ান্নর ওই ব্য়ক্তির বাড়ি জলঙ্গি থানার সাহেবনগর এলাকায়।

বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের সাগরপাড়া থানার অন্তর্গত চর কাকমারি এলাকায় বিএসএফের কাছে নথি জমা করে চাষের জমিতে কাজ করতে যান ওই দুই কৃষক। ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় চাষের জমিতে কাজ করছিলেন। দুপুরের পর থেকে আর খোঁজ নেই ওই দুই ভারতীয় কৃষকের। অভিযোগ, বাংলাদেশের দুষ্কৃতীরা ভারতের সীমানায় প্রবেশ করে ওই দুই কৃষককে তুলে নিয়ে যায়। ঘটনায় সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এখনও ওই দুই কৃষকের খোঁজ পাওয়া যায়নি। কয়েকদিন আগে উত্তর দিনাজপুরে এক বিএসএফ জওয়ানকে অপহরণের অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। গত ২৪ সেপ্টেম্বর ১৫-২০ জন দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল। সেই সময় ওই জওয়ান দুষ্কৃতীদের দেখতে পেয়ে তাদের তাড়া করেন। দুষ্কৃতীরা সংখ্যায় বেশি থাকায় ওই জওয়ানকে তারা ধরে নেয় এবং জঙ্গলের মধ্যে দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে নিয়ে চলে যায়। পরে বিজিবি ওই জওয়ানকে উদ্ধার করেন।