Wakaf law protest in Suti: জঙ্গিপুরের পর এবার সুতি, আগুন জ্বালিয়ে ওয়াকফ আইনের প্রতিবাদে আন্দোলন প্রতিবাদীদের
Suti Chaos:মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। লাগাতার চলে ইট বৃষ্টি। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়।

মুর্শিদাবাদ: মঙ্গলবার জঙ্গিপুর। আর এবার মুর্শিবাদাবাদের সুতি। নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল তাঁরা। এ দিকে, জাতীয় সড়কে আন্দোলন চলার জন্য দাঁড়িয়ে পড়ে গাড়ি। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ।
মঙ্গলবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশ। আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। লাগাতার চলে ইট বৃষ্টি। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করলে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়। তারপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করতে বাধ্য হন পুলিশ আধিকারিকরা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আধা সেনা মোতায়েনেরও দাবি তোলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক জাকির হোসেনকে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপর রাত বাড়তেই রাজ্য পুলিশের তরফে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
এরপর বুধবার ফের দেখা গেল জঙ্গিপুর নয়, নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়েছে সুতি। আগেই ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছিল সুতি ও রঘুনাথগঞ্জ এলাকায়। তারপরও কীভাবে এই জমায়েত হল? পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। যদিও, বিক্ষোভ শুরু হতেই পুলিশ আধিকারিকরা সেখানে এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।





