সভা চলাকালীন কংগ্রেস প্রার্থীর ওপর ‘হামলা’, অধীর দুষলেন তৃণমূলকে!

সভা (West Bengal Assembly Election 2021) চলাকালীন হামলা চালায় তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা, অভিযোগ কংগ্রেসের (Congress)।

সভা চলাকালীন কংগ্রেস প্রার্থীর ওপর 'হামলা', অধীর দুষলেন তৃণমূলকে!
ঘটনার পর প্রার্থীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন অধীরের (নিজস্ব চিত্র)
Follow Us:
| Updated on: Apr 14, 2021 | 6:48 AM

মুর্শিদাবাদ: রানিনগর (Raninagar Assembly) বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী (Congress) উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সভা (West Bengal Assembly Election 2021) চলাকালীন হামলা চালায় তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা, অভিযোগ কংগ্রেসের (Congress)।

কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। মঙ্গলবারই এই বিষয়টি উল্লেখ করে জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেন, বাংলার মুখ্যমন্ত্রী যখন গান্ধী মূর্তি পাদদেশে তাঁর উপর অন্যায় হয়েছে বলে প্রতিবাদ জানাচ্ছেন, ধরনায় বসেছেন, তখন তাঁর দলের গুন্ডারাই কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগমের ওপর হামলা চালিয়েছে।

আরও পড়ুন: রাজনৈতিক সৌজন্য! মিমির রোড শো-তে অনুপস্থিত ‘প্রতিপক্ষ’, অসুস্থতার খবর পেয়ে ফোন বিজেপি প্রার্থীর

কংগ্রেস প্রার্থীর রাজনৈতিক কর্মসূচিতেই হামলা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুমতিতে হচ্ছিল কর্মসূচি। হামলার সময়ে কোন পুলিশের দেখা পাওয়া যায়নি কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবারের ঘটনা নিয়ে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এবারের নির্বাচনেও যাতে গত পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি তৈরি না হয়, তার প্রহর গুনছেন তাঁরা।