বহরমপুর: ভরসন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে গুলি করে খুনের অভিযোগ ঘিরে দানা বাঁধছে নানা রহস্য। অভিযোগ, প্রথমে গুলি চালানো হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ মারা হয়। যে যুবকের বিরুদ্ধে অভিযোগের আঙুল, তিনি ওই ছাত্রীর কে হন তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অনুমান, ছেলেটির সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে চাপানউতরের কারণেই এই ঘটনা বলে মনে করছেন তাঁরা। বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ওই ছাত্রী বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতেন। মালদহের মেয়ে থাকতেন বহরমপুরে একটি মেসে। তাঁর সঙ্গে একই মেসে থাকা প্রথম বর্ষের এক ছাত্রীর কথায়, এদিন দুপুর তিনটে নাগাদ বের হন তিনি।
বেশ সাজগোজ করেই বেরিয়েছিলেন। রুমমেটদের জানিয়ে গিয়েছিলেন, কাছেই শপিংমলে যাচ্ছেন। তাড়াতাড়ি ফিরবেন। কিন্তু সন্ধ্যার পরই মেসের সামনে গলিতে ঘটে যায় ভয়ঙ্কর কাণ্ড। ওই ছাত্রীর মেসের মেয়েরা জানান, দুপুরের পর আর ওই ছাত্রী মেসে ফেরেননি। তবে এই ঘটনায় পিছনে সম্পর্কের টানাপোড়েন রয়েছে নাকি অন্য কিছু তা মেসের মেয়েরা বলতে পারেননি। নিহত ওই ছাত্রীর সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ছিল কি না তাও তাঁরা জানেন না বলেই দাবি করেছেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি কে শবরী রাজকুমার। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়। পর্যাপ্ত পুলিশ কর্মী এলাকায় রয়েছেন। খবর দেওয়া হয়েছে ওই ছাত্রীর পরিবারকেও। মালদহের ইংরেজবাজার এলাকায় তাঁর বাড়ি। এলাকার লোকজনের কথায়, এর আগে এরকম ঘটনা তাঁদের পাড়ায় ঘটেনি। যদিও মেসের যিনি মালিক তাঁর কোনও বক্তব্য এখনও মেলেনি।
আরও পড়ুন: Child Harassment: দরজা বন্ধ করে ‘নোংরামো’, ভরদুপুরে হাতেনাতে ধরলেন নাবালিকার মা