Murshidabad: চোখের সামনে ছোট ছেলে খুন করেছে বড় ছেলেকে, তারপরও বৃদ্ধ বললেন…
Murshidabad: তাঁর চোখের সামনে পুরো ঘটনা ঘটলেও ছোট ছেলের কোনও শাস্তির দাবি করছেন না তকি শেখ। তিনি বলেন, "দুই ছেলেই মদ খেয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম। ঝগড়ার সময় বড় ছেলে আমাকে একটা চড় মেরেছিল। তারপর ছোট ছেলে বড়কে মারে।"

মুর্শিদাবাদ: জমি সংক্রান্ত বিবাদের জেরে বাবার সামনেই দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়ঞা থানার পাঁচথুপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামে। মৃত যুবকের নাম ফরজ শেখ (৩৫)। অভিযুক্তর নাম আসাদ শেখ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত পুরনো একটি বিবাদকে কেন্দ্র করে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুই ভাইয়ের বচসা বাধে। একফালি জায়গাতে দুই ভাইয়ের বাড়ি। ছোট ভাইয়ের মাটির বাড়ি ও বড় ভাইয়ের পাকা বাড়ি। অভিযোগ, বাড়ির ভিতরে মাঝখানে থাকা ফাঁকা জায়গাতে বচসা চলাকালীন বাবা তকি শেখের সামনে ছোট ভাই দাদাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারে। ঘটনাস্থলে তকি শেখ-সহ পরিবারের লোকজন দাঁড়িয়ে থাকলেও বাঁচাতে পারেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরজ শেখের।
এদিকে তাঁর চোখের সামনে পুরো ঘটনা ঘটলেও ছোট ছেলের কোনও শাস্তির দাবি করছেন না তকি শেখ। তিনি বলেন, “দুই ছেলেই মদ খেয়েছিল। আমি অনেক চেষ্টা করেছিলাম। ঝগড়ার সময় বড় ছেলে আমাকে একটা চড় মেরেছিল। তারপর ছোট ছেলে বড়কে মারে। আমি মামলা করব না। একটা ছেলেকে হারিয়েছি। অন্য ছেলের শাস্তি হলে তার পরিবারকে কে দেখবে? আমি ছেলের শাস্তি চাই না।”
অন্যদিকে, মৃতের স্ত্রী অভিযুক্তর ফাঁসির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “ছোট ভাই হয়ে বড় ভাইকে খুন করে দিল। আমি ওর ফাঁসি চাই।” ফরজের নাবালক ছেলে বলছে, সে বাবাকে বাঁচাতে গিয়েছিল। কিন্তু, পারেনি। কাকার ফাঁসির সাজা চাইছে সে-ও। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

