রাম মন্দির নির্মাণে অনুদান সরিফুল ইসলামের, আতিথেয়তায় অভিভূত বিশ্ব হিন্দু পরিষদ

ঋদ্ধীশ দত্ত |

Jan 31, 2021 | 10:07 PM

চেয়ার পেতে বসতে দিয়ে আলাপচারিতা করার পর প্লেট ভরে মিষ্টি নিয়ে আসেন সরিফুল ইসলামের স্ত্রী। মিষ্টিমুখ করিয়ে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় এই সংখ্যালঘু পরিবার।

রাম মন্দির নির্মাণে অনুদান সরিফুল ইসলামের, আতিথেয়তায় অভিভূত বিশ্ব হিন্দু পরিষদ
নিজস্ব চিত্র

Follow Us

জলপাইগুড়ি: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করে রাম মন্দির নির্মাণে (Ayodhya Ram Mandir) অনুদান দিল জলপাইগুড়ির এক সংখ্যালঘু পরিবার। রীতিমতো মিষ্টিমুখ করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের হাতে মন্দির নির্মাণ প্রকল্পের অর্থ তুলে দিলেন সরিফুল ইসলামরা। আর এই অনুদানকে ‘সেরা দান’ বলে আখ্যা দিলেন বিশ্ব হিন্দু পরিবারের সদস্যরা।

গত ১৫ দিন ধরে গোটা দেশজুড়ে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণ প্রকল্পে আর্থিক সাহায্য সংগ্রহের কাজ। পশ্চিমবঙ্গের নানা জেলাতেও অর্থ সংগ্রহের কাজ চলছে। সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলাতেও চলছিল এই আর্থিক সাহায্য সংগ্রহের কাজ।

শেষ দিনের কর্মসূচি হিসেবে রবিবার বিকেলে জলপাইগুড়ি ১৪ নং ওয়ার্ডের ডাঙাপাড়া এলাকার বাড়িগুলিতে গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। একের পর এক বাড়িতে টাকা সংগ্রহ করতে করতে তারা পৌঁছে যান সরিফুল ইসলাম নামে এক দর্জির বাড়িতে।

সেখানে পৌঁছে আসার উদ্দেশ্যের কথা জানাতেই তাঁদের সাদরে গ্রহণ করে নেয় পরিবার। চেয়ার পেতে বসতে দিয়ে আলাপচারিতা করার পর প্লেট ভরে মিষ্টি নিয়ে আসেন সরিফুল ইসলামের স্ত্রী। মিষ্টিমুখ করিয়ে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেয় এই সংখ্যালঘু পরিবার।

আরও পড়ুন: অমিত-ভবনে ফের হেভিওয়েট বৈঠকে বঙ্গ নেতৃত্ব, থাকতে পারেন রাজীব-শুভেন্দুও

বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ বলেন, গত ১৫ দিন ধরে চলা আর্থিক সাহায্য সংগ্রহর আজ শেষ দিন ছিল। আমরা আজ জলপাইগুড়ি ১৪ নং ওয়ার্ডের বাসিন্দা সরিফুল ইসলামের বাড়িতে এসে তাঁদের আতিথেয়তার আপ্লুত। তাঁরা তাঁদের সাধ্যমতো আর্থিক সাহায্য করলেন। এটাই জেলার সেরা আর্থিক সাহায্য।

আরও পড়ুন: হাওড়ায় বিজেপি কর্মীদের ওপর নৃশংস হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Next Article