Bangladesh: পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে নদিয়ায় পুলিশের জালে ১৬ বাংলাদেশি, কী করতে ভারতে ঢুকেছিল?
Bangladesh: ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বারানবেরিয়া নিরালা পাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল। ধরা পড়ার পর পুলিশকে তারা জানায়, কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় এ দেশে প্রবেশ করেছিল তারা।

নদিয়া: একদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সংঘাতের আবহ ক্রমশ তীব্র হচ্ছে। তখন অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ধরপাকড়ও বেড়েছে। ২ দিন আগেই নদিয়ায় ধরা পড়েছিল ১২ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় গ্রেফতার করা হল ১৬ জন বাংলাদেশিকে। তাদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকে। নদিয়ার ধানতলা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত বছরের অগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর থেকে উত্তপ্ত সেই দেশ। তারপর থেকে ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ। তারপরও অনেকসময় ভারতীয় দালালদের সাহায্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর হয়েছে নদিয়ার পুলিশ। গত কয়েকদিন বেশ কিছুজনকে গ্রেফতার করা হয়েছে। এবার পুলিশের জালে ধরা পড়ল ১৬ জন।
সূত্রের খবর, ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বারানবেরিয়া নিরালা পাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল। ধরা পড়ার পর পুলিশকে তারা জানায়, কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় এ দেশে প্রবেশ করেছিল তারা। এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে। পুলিশের তরফে জানানো হয়, গতকাল রাতে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, তখন নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।
শুক্রবার ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্যকারী দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

