Fake Note: হাতে ব্যাগ, সীমান্তে ইতঃস্তত ঘোরাফেরা, তল্লাশি চালাতেই উদ্ধার ৫৫ হাজার টাকার জাল নোট

Fake Note: পুলিশ জানিয়েছে,দুটি ব্যাগে থরে থরে নোট সাজানো ছিল। মোট ৫৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। সাধন সাহা নামে এক ব্যক্তির বাড়ি নদিয়ার তেহট্টে। আজগার মণ্ডল নামে আরেক ব্যক্তির বাড়ি নদিয়ার নয়মাইল এলাকায়।

Fake Note: হাতে ব্যাগ, সীমান্তে ইতঃস্তত ঘোরাফেরা, তল্লাশি চালাতেই উদ্ধার ৫৫ হাজার টাকার জাল নোট
চাপড়ায় জাল নোট উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 11:45 AM

নদিয়া: প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করল পুলিশ। নদিয়ার চাপড়ার শান্তিপাড়া এলাকার ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, এগুলি বাংলাদেশ সীমান্ত পার করে এদেশে আনা হয়েছিল। আপাতত এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাপড়া থানার পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। সেই মোতাবেক সীমান্ত এলাকায় সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছিল। দুই ব্যক্তির সন্দেহজনক মনে হয় তদন্তকারীদের। তাঁদেরকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। কথাবার্তা সন্দেহজনক লাগায়, তাঁদের ব্যাগে তল্লাশি চালানো হয়।

পুলিশ জানিয়েছে,দুটি ব্যাগে থরে থরে নোট সাজানো ছিল। মোট ৫৫ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। সাধন সাহা নামে এক ব্যক্তির বাড়ি নদিয়ার তেহট্টে। আজগার মণ্ডল নামে আরেক ব্যক্তির বাড়ি নদিয়ার নয়মাইল এলাকায়। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে দেখলে, দু’জনের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এই টাকাগুলি বাংলাদেশ সীমান্ত পার করে তাঁদের কাছে এসেছে। এবার তাঁরা সেই নোট অন্যত্র বাজারে চালানোর চেষ্টা করছিলেন। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাঁদেরকে পাকড়াও করে।

উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৫০০ টাকার নোটই বেশি ছিল। ধৃতদের সোমবার আদালতে হাজির করা হবে। পুলিশ জানাচ্ছে, ধৃতরা জাল নোট পাচার চক্রের সঙ্গে জড়িত। তাঁদেরকে জেরা করে এই চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।