Saraswati Puja: যোগেশের পর নদিয়ার প্রাইমারি স্কুল, হুমকির মুখে পুলিশি পাহারাতেই চলল সরস্বতী পুজো
Saraswati Puja: এরইমধ্য়ে এদিন দিনভর পুলিশি পাহারার মধ্যেই চলল পুজো। অঞ্জলির ক্ষেত্রেও জারি ছিল বিধি নিষেধ। স্কুলে জমায়েত না করার নির্দেশ দেয় প্রশাসন। ঢুকতে দেওয়া হয়নি অভিভাবকদের। তবে স্কুলে ঢুকতে না পারলেও বাইরে ভিড় জমাতে দেখা যায় অভিভাবকদের।

নদিয়া: যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পর নদিয়া। পুলিশি পাহারার মধ্যে পুজো হল হরিণঘাটার প্রাইমারি স্কুলে। এদিন দিনভর এই ছবিই দেখা গেল নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত নগরউখড়া দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। প্রসঙ্গত, এই কলেজেই কয়েকদিন আগে সরস্বতী পুজো করলে শিক্ষককে বদলি করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূল বুথ সভাপতি আলিমউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। যা নিয়ে ব্যাপক চাপানউতোরও হয়েছিল। একদিন আগেই ওই এলাকায় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন।
এরইমধ্য়ে এদিন দিনভর পুলিশি পাহারার মধ্যেই চলল পুজো। অঞ্জলির ক্ষেত্রেও জারি ছিল বিধি নিষেধ। স্কুলে জমায়েত না করার নির্দেশ দেয় প্রশাসন। ঢুকতে দেওয়া হয়নি অভিভাবকদের। তবে স্কুলে ঢুকতে না পারলেও বাইরে ভিড় জমাতে দেখা যায় অভিভাবকদের। শঙ্খ ধ্বনিও শোনা যায়, দেন উলু ধ্বনিও। স্কুলের ভিতরে তখন কচিকাচাদের ভিড়। যদিও পুজো শেষে হওয়ার সঙ্গে সঙ্গেই স্কুল ফাঁকা করতে মাঠে নেমে পড়ে পুলিশ। বাইরে থেকেও এলাকার লোকজনকে সরিয়ে দেওয়া হয়।
তবে এইভাবে পুজো হওয়ায় অবাক এলাকার বাসিন্দারাও। এক মহিলা তো বললেন, “এভাবে পুলিশ এনে পুজো আগে কোনওদিন দেখিনি। এই প্রথম দেখলাম।” আর একজন বললেন, “স্কুলে সরস্বতী পুজো না হলে কোথায় হবে? সরস্বতী তো বিদ্যার দেবী। এখানে পুজো বন্ধের চেষ্টা হলে তো ঠিক নয়। শেষ পর্যন্ত যে হচ্ছে এটাই ভাল।”





