TMC Worker Murder: ভোট মিটতেই চাপড়ায় ‘খুন’ তৃণমূল কর্মী! উদ্ধার ক্ষত বিক্ষত দেহ

Mahadeb Kundu | Edited By: Soumya Saha

Jun 05, 2024 | 8:01 PM

Nadia: পরিবারের দাবি, আজ দুপুরে ওই ব্যক্তি বাড়িতেই ছিলেন। তারপর তাঁর কাছে একটি ফোন এসেছিল। সেই ফোন আসার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। শেষে সন্ধেয় চাপড়া থানার দোয়ের বাজার এলাকায় ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

TMC Worker Murder: ভোট মিটতেই চাপড়ায় খুন তৃণমূল কর্মী! উদ্ধার ক্ষত বিক্ষত দেহ
চাপড়ায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

নদিয়া: সবে ভোটগণনা শেষ হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যেই রক্ত ঝরল বাংলায়। এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম মোয়েসলেম শেখ (৪৫)। বাড়ি চাপড়া থানার অন্তর্গত হাটরা এলাকায়। পরিবারের দাবি, আজ দুপুরে ওই ব্যক্তি বাড়িতেই ছিলেন। তারপর তাঁর কাছে একটি ফোন এসেছিল। সেই ফোন আসার পরই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। শেষে সন্ধেয় চাপড়া থানার দোয়ের বাজার এলাকায় ওই তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছিল ওই তৃণমূল কর্মীর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে। তাঁর মাথার পিছনের দিকে গুলি লেগেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আগামিকাল দেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে খবর। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা তাঁকে ডেকে নিয়ে গেল, কেনই বা খুন করা হল, সে সব বিষয় এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় থানার পুলিশ।

মৃত তৃণমূল কর্মীর স্ত্রীর দাবি, ওই ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার এক ঘণ্টা পরও যখন ফিরছিলেন না, তখন তাঁকে ফোন করার চেষ্টা করেছিলেন স্ত্রী। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না। মোবাইল সুইচড অফ হয়ে ছিল। শেষে বিকেলে চাপড়ার দোয়ের বাজার এলাকা থেকে দেহ উদ্ধার হয় তৃণমূল কর্মীর। ওই ব্যক্তির মৃত্যুর জন্য দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল তুলেছেন মৃতের স্ত্রী। যদিও সব দিকে খতিয়ে দেখছে পুলিশ।

Next Article