Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bike Accident: সরস্বতী পুজোর রাতেই চার বন্ধুর মর্মান্তিক পরিণতি, বাঁচানো গেল না কাউকেই

Bike Accident: রাতে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। অপেক্ষা করছিলেন পরিবারের লোকজন। রাতের অন্ধকারেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

Bike Accident: সরস্বতী পুজোর রাতেই চার বন্ধুর মর্মান্তিক পরিণতি, বাঁচানো গেল না কাউকেই
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 11:14 AM

নদিয়া: রাতের অন্ধকারে ভয়াবহ ঘটনা। রবিবার একাধিক জায়গায় পালিত হয়েছে সরস্বতী পুজো। আর সেই রাতেই মৃত্যু হল চার বন্ধুর। বাইকে চেপে চারজন একসঙ্গে বাড়ি ফিরছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে। কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। নদিয়ার তেহট্টের ঘটনা। শোকের ছায়া নেমে এসেছে চার বন্ধুর পরিবারে।

নদিয়ার তেহট্টের কানাইখালি বাজারের কাছে ঘটনাটি ঘটে। মৃত চার বন্ধুর নাম মনীশ বিশ্বাস (১৮), দীপ মণ্ডল (২০), সুমন মণ্ডল (১৬) ও তন্ময় বিশ্বাস (১৮)। এরা সবাই আঁশ তুল্লানগরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকে চারজন বন্ধু একসঙ্গে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি গাছে ধাক্কা মারে। ছিটকে পড়েন চার আরোহী। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাকি বাকি দু’জনকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁদের।

মৃত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে, ওই চার পড়ুয়া করিমপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পুজোর রাতে বাড়িতে অপেক্ষা করছিলেন তাঁদের পরিবার। যুবকেরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।