BJP Bangla Bandh: দোকান বন্ধ করতে বলেছিলেন! বনধ সমর্থনকারীর সঙ্গে ঘটল মর্মান্তিক ঘটনা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 28, 2022 | 1:54 PM

BJP Bangla Bandh: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। এলাকার উত্তেজনা প্রশমিত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

BJP Bangla Bandh: দোকান বন্ধ করতে বলেছিলেন! বনধ সমর্থনকারীর সঙ্গে ঘটল মর্মান্তিক ঘটনা
বনধ সমর্থনকারী আক্রান্ত (নিজস্ব চিত্র)

Follow Us

নদিয়া: পুরভোটে সন্ত্রাসের অভিযোগে রাজ্য জুড়ে বিজেপির ১২ ঘণ্টা বনধ। আর বনধকে কেন্দ্র করেই দু’পক্ষের সংঘর্ষ। ঝরল রক্ত। আহত হলেন দুজন। গণধোলাই খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেন এক বনধ সমর্থনকারী। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কৃষ্ণনগরের গোয়ালদায় এলাকার ঘটনা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার বিশাল বাহিনী। বিজেপির বনধ ঘিরে এ এক অন্য চিত্র নদিয়ায়।

ঠিক কী ঘটেছিল?

সকাল থেকেই বনধ করে এলাকায় তৎপর ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে ওই এলাকার এক বাসিন্দা বিজয় ঘোষ (যিনি বিজেপি কর্মী হিসাবে এলাকায় পরিচিত) স্থানীয় ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলেন। হুমকি দিতে থাকেন। এমনকি স্থানীয় ব্যবসায়ীদের ধমক-চমক দেওয়ার পর মারধরও করেন বলে অভিযোগ। এর ফলে স্থানীয় এক যুবক প্রবীর বিশ্বাস আহত হন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অনান্য ব্যবসায়ীরা। পরবর্তীতে বাকি সব ব্যবসায়ী একত্রিত হয়ে পাল্টা ওই ব্যক্তিকে গণধোলাই দেন। রাস্তায় ফেলে তাঁকেই কিল-চড়-ঘুষি দেওয়া হয় বলে অভিযোগ। এরফলে ওই ব্যক্তি গুরুতর আহত হয়। মাথা ফেটে যায় ওই ব্যক্তির। নাক দিয়েও কিছুটা রক্ত বের হয়। এই ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। এলাকার উত্তেজনা প্রশমিত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ করছে বিজেপি। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। ট্রেন আটকানোরও চেষ্টা করেন একাধিক স্টেশনে, একাধিক জায়গায় চলে বিক্ষোভ, পথ অবরোধ। একাধিক বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়। তবে উত্তরের বালুরঘাটের দিকে বনধের বিশেষ প্রভাব পড়েছে। শহরে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আরও পড়ুন: পুরভোটে কতটা হয়েছে ‘সন্ত্রাস’? রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

আরও পড়ুন: অনলাইনে কেন নয় পরীক্ষা? গেট টপকে ঢুকে ক্লাস বন্ধ করালেন পড়ুয়ারা! উত্তাল বিশ্বভারতী

Next Article