AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB By-Election: পেশায় কৃষক, HS পাশ আশিসই কালীগঞ্জের উপভোটে BJP-র হয়ে লড়বেন

BJP: উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ (লাল) মৃত্যুর পর ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তৃণমূল তাঁদের প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করেছে।

WB By-Election: পেশায় কৃষক, HS পাশ আশিসই কালীগঞ্জের উপভোটে BJP-র হয়ে লড়বেন
আশীস ঘোষ, বিজেপি প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2025 | 9:54 PM
Share

কালিগঞ্জ: আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন। তৃণমূলের পর এবার বিজেপিও প্রার্থী ঘোষণা করল। গেরুয়া শিবির সূত্রে খবর, এবার এই আসনে লড়বেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। আর প্রার্থী হওয়ার পরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আশিস ঘোষ কে?

কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে আশিস ঘোষের বাড়ি। তিনি বহুদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। ২০০৮ সাল থেকে বেশ কয়েকবার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনারের দায়িত্বে রয়েছেন। উচ্চ-মাধ্যমিক পাশ করেছেন আশিসবাবু। কৃষক পরিবারের জন্ম হলেও বর্তমানে তিনি ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত।

দলের প্রার্থী হওয়ার পরই দলীয় কর্মীরা তাঁকে ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ দিন বিজেপি প্রার্থী বলেন, “আমি জেতার ব্যাপার একশো শতাংশ আশাবাদী। মূলত সনাতনী ভোটকে প্রাধান্য দিয়েই লড়াইয়ে নামতে চলেছি। তৃণমূল গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিপক্ষে মানুষ রায় দেবে।” অন্যদিকে তিনি সংখ্যালঘু ভোট নিয়ে বলেন, “সিপিএম-কংগ্রেস-সংখ্যালঘু ভোট টানতে পারলে আমরা অনেকাংশে লাভবান হব।”

উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ (লাল) মৃত্যুর পর ওই বিধানসভায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই তৃণমূল তাঁদের প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদের নাম ঘোষণা করেছে। নাম ঘোষণার পর থেকেই তিনি গোটা বিধানসভা এলাকায় প্রচারে নেমে পড়েছেন। তার ঠিক দু’দিন পর বিজেপি আশিস ঘোষকে প্রার্থী হিসেবে ঘোষণা করল।