Shamik Bhattacharya: ‘শাখা-সিঁদুরকে অক্ষত রাখতে যাঁরা এপারে এসেছেন…’, উদ্বাস্তুদের বিশেষ বার্তা শমীকের

Shamik Bhattacharya on Matua: শমীক ভট্টাচার্য মনে করিয়ে দেন, "এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানির নাম মুছে দেওয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন আজ নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না।"

Shamik Bhattacharya: শাখা-সিঁদুরকে অক্ষত রাখতে যাঁরা এপারে এসেছেন..., উদ্বাস্তুদের বিশেষ বার্তা শমীকের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2025 | 3:20 PM

তাহেরপুর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরের সভায় পৌঁছতে পারেননি, তবে উপস্থিত ছিল রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্যে উঠে এল মতুয়াদের কথা। ভোটার তালিকা নিয়ে যে সংশয়ে আছেন মতুয়ারা, সেটা কাটাতেই আশ্বাস দিলেন তিনি। বললেন, ‘ওপারের মতুয়া-নমঃশূদ্ররা আমাদের ভাই, আমাদের রক্ত।” সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও তোপ দাগতে ভুললেন না তিনি।

এদিন শমীক ভট্টাচার্য মনে করিয়ে দেন, “এই নদিয়া জেলা ছিল পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যদুনাথ সরকার এরা বাঁচিয়েছে এই মাটিকে। নদিয়ার রানির নাম মুছে দেওয়া হচ্ছে। উনি যদি সেদিন লড়াই না করতেন আজ নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না।”

এরপরই শমীক বলেন, “কোনও হিন্দু উদ্বাস্তুর নাম বাদ যাবে না ভোটার তালিকা থেকে। আপনাদের অধিকার প্রতিষ্ঠা পাবে। অন্য রাজনৈতিক দল শুধু বিভ্রান্তি ছড়াতে পারে। যারা ওপার থেকে এপারে এসেছে শাখা-সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, তাঁদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি।”

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে শমীক বলেন, “আপনাদের জীবন-যৌবন লুঠ করেছে এ রাজ্যের সরকার। একের পর এক শিল্পপতি চলে গিয়েছে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা বাংলাকে খাদের ধারে দাঁড় করিয়ে দিয়েছে, কৃষকদের সঙ্গে যারা বেইমানি করেছে, তাদের হিসেব দিতে হবে। কে কোন মতে বিশ্বাস করেন, সেটা বড় কথা নয়। সকলকে এক হওয়ার আবেদন করছি। সকল বিরোধী রাজনৈতিক দলের কাছে আবেদন করছি এক হন।”