BSF News: বড় সাফল্য BSF-এর, ভারত-বাংলাদেশ সীমান্তে বড় পদক্ষেপ
Nadia: জানা গিয়েছে,ওই এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গোপন সূত্রে খবর পান যে পাচারকারীরা সোনা পাচার করবে। সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যান তাঁরা। এরপর বিকেল পাঁচটা নাগাদ অন্ধকারের সুযোগ নিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে এগিয়ে আসতে দেখা যায়। ওরা কচুরিপানার নিচে লুকিয়ে ছিল।

নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বিএসএফ-এর। পাচারকারীদের যোগ্য জবাব দিলেন জওয়ানরা। কচুরিপানার ভিতর লুকিয়ে বসে থাকা পাচারকারিদের হাতেনাতে ধরল বিএসএফ (BSF)। আর তারপরই উদ্ধার ৩ কোটিরও বেশি টাকার সোনা। বাজেয়াপ্ত হওয়া সোনার বিস্কুটের মোট ওজন ২৩৫৪.৭৩ গ্রাম। যার মূল্য ৩ কোটি ৫ লক্ষ ৯৯ হাজার ৭১৬ টাকা।
জানা গিয়েছে,ওই এলাকার কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গোপন সূত্রে খবর পান যে পাচারকারীরা সোনা পাচার করবে। সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যান তাঁরা। এরপর বিকেল পাঁচটা নাগাদ অন্ধকারের সুযোগ নিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে একটি হ্রদের মধ্য দিয়ে এগিয়ে আসতে দেখা যায়। ওরা কচুরিপানার নিচে লুকিয়ে ছিল।
এরপর বিএসএফ পাচারকারীদের ঘিরে ফেলেন। অভিযানে একজন চোরাকারবারী হাতেনাতে ধরা পড়ে,অন্যজন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপরই আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। সেই সময় বেশ কয়েকটি প্যাকেট উদ্ধার করা হয়। পরীক্ষা করে ২০টি সোনার বিস্কুট পাওয়া গিয়েছে।
জওয়ানদের অভিযানের ভূয়সী প্রশংসা করেন বিএসএফ দক্ষিণ বঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা। তিনি বলেন, সীমান্তে পাচার রুখতে সক্ষম হয়েছেন বিএসএফ জওয়ানরা। আর কোনও সাধারণ ব্যক্তি যদি এই পাচার সম্বন্ধে কিছু জানতে পারেন, তাহলে ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭, বার্তা বা ভয়েস নোটের মাধ্যমে বিএসএফকে জানাতে পারেন বলে জানিয়েছেন বিএসএফ-এর কর্তা।
