AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kaliganj Bye Election: সংখ্যালঘু এলাকায় এককাট্টা হচ্ছে হিন্দু ভোট? কালীগঞ্জ ব্যবচ্ছেদ করে বোঝালেন শুভেন্দু

Kaliganj Bye Election: যার মাধ্যমে রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজ ওড়ানো সম্ভব হবে।' তবে একদিকে যেমন হিন্দু ভোটেই ধার বাড়ছে বিজেপির। তেমনই মুসলিম ভোটে হচ্ছে ক্ষয়। মঙ্গলবার সেই কথা স্বীকার করে নেন শুভেন্দু।

Kaliganj Bye Election: সংখ্যালঘু এলাকায় এককাট্টা হচ্ছে হিন্দু ভোট? কালীগঞ্জ ব্যবচ্ছেদ করে বোঝালেন শুভেন্দু
Image Credit: Getty Image
| Updated on: Jun 24, 2025 | 1:20 PM
Share

নদিয়া: ছাব্বিশে পালাবদলের পথ পেয়ে গিয়েছে বিজেপি। কালীগঞ্জের ফর্মুলাই এখন গোটা বাংলায় এনে দিতে পারে পদ্ম শিবিরের সাফল্য। মঙ্গলবার নিজের সমাজমাধ্যমে একটি পোস্ট লিখে সেই প্রত্য়াশাটাই প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন তিনি লেখেন, ‘হিন্দু সংখ্য়াগরিষ্ঠ বুথের প্রায় সবগুলোতেই এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের এই ঐক্যের চিত্র গোটা রাজ্যজুড়েই ফুটে উঠবে। যার মাধ্যমে রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজ ওড়ানো সম্ভব হবে।’ তবে একদিকে যেমন হিন্দু ভোটেই ধার বাড়ছে বিজেপির। তেমনই মুসলিম ভোটে হচ্ছে ক্ষয়। মঙ্গলবার সেই কথা স্বীকার করে নেন শুভেন্দু।

তিনি লেখেন, ‘কালীগঞ্জ উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সিংহভাগ বুথগুলিতে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট হয় একক সংখ্যায় অথবা পঞ্চাশের গন্ডি পেরতে পারেনি। এককথায় বিজেপি প্রার্থী মুসলিমদের ভোট পাননি।’ সেই প্রসঙ্গে একটি তালিকাও তুলে ধরেন তিনি। তবে এই ক্ষয়ে তাদের বিশেষ কিছু যায় আসে না বলেই ইঙ্গিত দিয়েছেন বিরোধী নেতা। কারণ, হিন্দু সংখ্য়াগরিষ্ঠ ভোট রয়েছে তাদের কাছে, দাবি শুভেন্দুর।

এই প্রসঙ্গে তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার বলেন, ‘সমাজটা ভেঙে দিতে চাইছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি ধর্মনিরপেক্ষতা, সেটাকেই খণ্ড করার চেষ্টা করছেন। ২০২১ সালের সঙ্গে নিজেদের ভোটের শতাংশ তুলনা করে দেখুন। তারপর উত্তর দিন সেই বছরের তুলনায় কেন আপনাদের ভোট কমল? সেখানে কি মুসলিমরা বেড়ে গিয়েছে?’

রাজ্যের ‘দ্বিমেরু’ রাজনীতি যে কালীগঞ্জের ভোটে প্রভাব ফেলবে, তা আগেই ঠাওর করে উঠতে পেরেছিল তৃণমূল ও বিজেপি। শুক্রবার শুভেন্দুর তুলে ধরা পরিসংখ্য়ানেও দেখা গেল সেই মেরুকরণের ছোঁয়া। আর শুধু শুভেন্দুই নয়। কালীগঞ্জের ভোটের হারের পরে বিজেপির অন্দরে কিন্তু বজায় রয়েছে খুশির জোয়ার। বিজেপির একাংশের দাবি, হিন্দু ভোটের ৭৪ শতাংশেরও বেশি তারা পেয়েছে। যা বাংলার বুকে নাকি ঐতিহাসিক।

যদিও বিজেপি হিন্দু ভোট বেড়েছে বলে জাহির করলেও, নির্বাচন কমিশন প্রদত্ত পরিসংখ্যান তা বলছে না। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল ৫৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩০ শতাংশ ভোট ও কংগ্রেস পেয়েছিল ১১.৯৮ শতাংশ ভোট। যা ২০২৫ সালে উপনির্বাচনে এসে ঠেকেছে, তৃণমূলের ৫৫ শতাংশ ভোট, বিজেপির ২৮.২৯ শতাংশ ভোট ও বাম সমর্থিত কংগ্রেস পেয়েছে ১৫.২১ শতাংশ ভোট। অর্থাৎ চলতি বছরে বিজেপি বাদে প্রায় সবারই ভোট বেড়েছে। একা বিজেপির ক্ষয় হয়েছে ২ শতাংশ ভোট। যা সম্ভবত গিয়েছে তৃণমূল ও কংগ্রেসের কোটায়।