নদিয়া : ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে উত্তেজনা। নদিয়ার চাকদহে শুভেন্দুর প্রচার মিছিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডাও চলে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামের বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ তাঁর গায়ে হাত তুলেছে। শুধু তাই নয়, অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সোমবার নদিয়ার চাকদহে জনসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত কয়েকদিনে পুরভোটের আগে বারবার শুভেন্দুকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
এ দিন পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তাঁদের দাবি পুরভোটের প্রচার করতে গেলেও বিজেপিকে পঞ্চায়েত এলাকায় সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। এ দিন সভায় বক্তব্য রাখার পরই পুলিশ ব্যারিকেড করে যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে পায়ে হেঁটে যান শুভেন্দু অধিকারী। তারপরেই পুলিশের সঙ্গে বাক- বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে চিৎকার করে বলতে শোনা যায়, পুলিশ তাঁকে ধাক্কা মেরেছে। কে তাঁর গায়ে হাত তুলেছে, সেটা বারবার আঙুল দিয়ে দেখাতে শুরু করেন তিনি।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার একটাই অপরাধ যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছিল, তাই পুলিশ খুব বিরক্ত করছে।’ তিনি বলেন, ‘আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল।’ তাঁর দাবি, চাকদহ শহরের বাইরে কার্যত পঞ্চায়েত এলাকায় দাঁড়িয়ে পুরসভার ভোটারদের আবেদন করতে হচ্ছে। তাঁর প্রশ্ন, এত ভয় কেন? শুভেন্দুর মতে, এরকম ঘটনা দেশের মধ্যে কেবলমাত্র বাংলাতেই ঘটে। তাঁর কথায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খালেদা জিয়ার দলকে প্রচার করতে দেয়, কিন্তু বাধা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত সপ্তাহে কাঁথির ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এদিকে এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী মন্ত্রী অখিল গিরির ছেলে যুব তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। সেদিন প্রচার ঘিরে তুলকালাম বাধে। পুরভোট যত এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে কাঁথির বুকে। শুভেন্দু অধিকারীর তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাজ্য সরকার পুলিশকে এগিয়ে দিয়ে তাঁকে বাধা দিচ্ছে।
আরও পড়ুন : Municipal Elections: বিজেপি প্রার্থীদের নিরাপত্তা নেই! আদালতে দায়ের হল মামলা