Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabadwip: ‘দোলের জন্য ৩ দিন নিরামিষ খান নবদ্বীপবাসী’, আবেদন করলেন TMC চেয়ারম্যান

Holi 2025: বিমানকৃষ্ণ সাহা বলেন, "চৈতন্যদেবের আবির্ভাব। আর সেই তিথিতে নবদ্বীপে লক্ষ-লক্ষ ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ ভোজী। সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আগামী ১৩-১৪-১৫ মার্চ এই তিনদিন নিরামিষ।"

Nabadwip: 'দোলের জন্য ৩ দিন নিরামিষ খান নবদ্বীপবাসী', আবেদন করলেন TMC চেয়ারম্যান
নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 10:08 AM

নবদ্বীপ: দোল উপলক্ষে নবদ্বীপবাসীকে নিরামিষ খাবার আবেদন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের। তিন দিন এই নিরামিষ খাবার আবেদন জানিয়েছেন বিমান কৃষ্ণ সাহার। আর তারপরই তৈরি হয়েছে বিতর্ক। বরাবরই বিজেপি-কে আক্রমণ শানাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, যার যা ইচ্ছা সে তাই খাবে। যার যা ইচ্ছা সে সেই পোশাক পরবেন। অথচ তাঁরই দলের পুরপ্রধান দোল পুর্ণিমায় মাছ-মাংস না খাওয়ার অনুরোধ করে বসলেন।

সম্প্রতি দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপ পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আর সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ-মাংস না খাওয়ার আবেদন করেন পুরপ্রধান বিমানকৃষ্ণ। আর এভাবে কোনও উৎসবে কি পুরসভার তরফে আবেদন করা যায়? উঠছে প্রশ্ন।

কী বলেছেন পুরপ্রধান?

বিমানকৃষ্ণ সাহা বলেন, “চৈতন্যদেবের আবির্ভাব। আর সেই তিথিতে নবদ্বীপে লক্ষ-লক্ষ ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ ভোজী। সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি, আগামী ১৩-১৪-১৫ মার্চ এই তিনদিন নিরামিষ। আমরা তো আইন প্রণয়ন করতে পারি না। এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতোই এটা মানুষ ধরে নেবে। আর পালন করবেন।” অপরদিকে পুরপ্রধানকে সমর্থন করে মহাপ্রভুর সেবাইত সুধীন গোস্বামী বলেন, “মাননীয় পুরপ্রধান যে আবেদন রেখেছেন নবদ্বীপবাসীর কাছে তার জন্য গর্ব অনুভব করছি। উনি যে প্রশাসনিক চেয়ারে বসে নবদ্বীপবাসীর কাছে আমরা খুবই আনন্দিত। এক্ষেত্রে নবদ্বীপবাসীর উচিৎ মহাপ্রভুর জন্মদিনকে আনন্দের সঙ্গে, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা।”