IT Raid in Nadia: নদিয়ায় মদের কারখানায় আয়কর হানা, পড়শি রাজ্যের ৩৫৩ কোটির লিঙ্ক?
Kalyani IT Raid: আয়কর দফতরের ৬ জনের একটি টিম পৌঁছে গিয়েছে ওই মদের কারখানায়। সঙ্গে রয়েছেন সিআরপিএফ-এর জওয়ানরাও। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১১ ঘণ্টা হতে চলল, এখনও কল্যাণীর ওই মদের কারখানার ভিতরেই রয়েছেন আয়কর অফিসাররা। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব।

কল্যাণী: মদ কাণ্ডে ওড়িশা ও ঝাড়খণ্ডে আয়কর হানা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পাহাড় প্রমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। এসবের মধ্যেই এবার বাংলাতেও আয়কর হানা। নদিয়ার কল্যাণীতে ৫ নম্বর ওয়ার্ডে এক মদের কারখানায় হানা দিয়েছেন আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতরের ৬ জনের একটি টিম পৌঁছে গিয়েছে ওই মদের কারখানায়। সঙ্গে রয়েছেন সিআরপিএফ-এর জওয়ানরাও। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১১ ঘণ্টা হতে চলল, এখনও কল্যাণীর ওই মদের কারখানার ভিতরেই রয়েছেন আয়কর অফিসাররা। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ২০১৫ সালে এই মদের কারখানাটি তৈরি হয়েছিল। প্রথমে যে মালিক পক্ষ ছিল, তারা দু’বছর চালিয়ে কারখানা বিক্রি করে দিয়ে চলে যায়। বর্তমানে ‘অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড’ নামে একটি সংস্থা এই কারখানাটি চালাচ্ছে।
উল্লেখ্য, মদ প্রস্তুতকারক সংস্থা বৌধ ডিস্টিলিয়ারির সঙ্গে যোগে ওড়িশায় ও ঝাড়খণ্ডে হানা দিয়েছে আয়কর দফতর। এই সংস্থার সঙ্গে যোগ রয়েছে ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ প্রসাদ সাহুর। সাংসদের ঝাড়খণ্ডের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর অফিসাররা। তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ৩৫৩ কোটি টাকার খোঁজ পেয়েছেন আয়কর অফিসাররা।
এসবের মধ্যেই বাংলাতেও এবার মদের কারখানায় হানা আয়কর দফতরের। নদিয়ার কল্যাণীতে এক মদের কারখানায় ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে আয়কর অভিযান। এই মদের কারখানার সঙ্গে পড়শি রাজ্যের মদকাণ্ডের কোনও যোগ থাকতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।
পাশাপাশি, আইএফএ-র প্রাক্তন সচিব তথা বর্তমান শিল্পকর্তা উত্পল গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছেন আয়কর অফিসাররা। প্রসঙ্গত, সূত্র মারফত জানা যাচ্ছে, বিদেশি মদ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত তিনি। সূত্রের খবর, আয়কর ফাঁকি থেকে শুরু করে একাধিক অভিযোগে তাঁর বাড়িতে আয়কর অভিযান চলছে।





