TMC MLA: মাঝরাতে হঠাৎ মৃত্যু কালিগঞ্জের তৃণমূল বিধায়কের, শোকপ্রকাশ মমতার

TMC MLA: নাসিরউদ্দিন পেশায় আইনজীবী ছিলেন। ২০১১ সালে তিনি প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কালিগঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত হন। ২০১৬ সালেও ভোটে লড়েছিলেন তৃণমূল থেকেই। কিন্তু, বাম কংগ্রেস জোটের কাছে পরাজিত হন।

TMC MLA: মাঝরাতে হঠাৎ মৃত্যু কালিগঞ্জের তৃণমূল বিধায়কের, শোকপ্রকাশ মমতার
শোকের ছায়া ঘাসফুল শিবিরে Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Feb 02, 2025 | 11:36 AM

নদিয়া ও কলকাতা: ৭৫ বছর বয়সে চলে গেলেন কালিগঞ্জ বিধানসভার বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। পরিবার সূত্রে খবর, হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার রাত ১২টা নাগাদ তাঁকে কাছেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো যায়নি। রাতেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবার থেকে অনুগামীদের মধ্যে। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার সহকর্মী নাসিরউদ্দিন আহমেদের (লাল), আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত। ও আমাদের দলের বিশ্বস্ত সম্পদ ছিল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।’ 

নাসিরউদ্দিন পেশায় আইনজীবী ছিলেন। ২০১১ সালে তিনি প্রথম তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে কালিগঞ্জ বিধানসভা থেকে নির্বাচিত হন। ২০১৬ সালেও ভোটে লড়েছিলেন তৃণমূল থেকেই। কিন্তু, বাম কংগ্রেস জোটের কাছে পরাজিত হন। ২০২১ সালে আবার তাঁকে টিকিট দেয় ঘাসফুল শিবির। জয়ী হয়ে ফেরেন নাসিরউদ্দিন। তিনি দলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকাতেও।