BJP Amrita Roy: বাঁশ দিয়ে সপাটে মার, সোজা থানায় হাজির ‘রানি মা’, দিলেন ধরনায় বসার হুঁশিয়ারি
BJP Amrita Roy: সুখেন দাস নামে এক বিজেপি কর্মী আহত হন এদিন। তাঁর সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন বিজেপি প্রার্থী, জানতে চান, কারা মেরেছে। সুখেন ও তাঁর সঙ্গীদের দাবি, হারা ঘোষ নামে এক তৃণমূল কর্মী মারধর করেছে।
কৃষ্ণনগর: প্রথমবার নির্বাচনের ময়দানে লড়ছেন কৃষ্ণনগরের ‘রানি মা’ অমৃতা রায়। চতুর্থ দফাতেই হবে তাঁর ভাগ্য নির্ধারণ। তৃণমূলের মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর লড়াই। সোমবার সকালে ভোট শুরু হওয়ার পরই গণ্ডগোলের খবর আসে। তা শুনেই ছুটে যান রান মা। বিজেপির একাধিক কর্মীরে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁদের সঙ্গে দেখা করতে যান অমৃতা রায়। শুধু তাই নয়, মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হন তিনি।
সুখেন দাস নামে এক বিজেপি কর্মী আহত হন এদিন। তাঁর সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন বিজেপি প্রার্থী, জানতে চান, কারা মেরেছে। সুখেন ও তাঁর সঙ্গীদের দাবি, হারা ঘোষ নামে এক তৃণমূল কর্মী মারধর করেছে। বিজেপির ঝাণ্ডা দেখেই বাঁশ দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ। তিনি আরও জানান, খুন করার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
চাপড়া থানায় আহতদের নিয়ে পৌঁছে যান অমৃতা রায়। অভিযোগ নেওয়ার দাবি জানান বিজেপি কর্মীরা। কার্যত হুঁশিয়ারি দিয়ে তাঁরা বলেন, অভিযুক্তদের গ্রেফতার না করা হলে ধরনায় বসবেন তাঁরা। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলেও জানান অমৃতা রায়।