Mahua Moitra: ‘সে চোর, তার বউ চোর, তার ছেলে চোর, চোদ্দ গুষ্টি চোর…’, ভরা মঞ্চে দলের নেতাকেই এ কী বলে বসলেন মহুয়া, উঠল হাততালির ঝড়
Mahua Moitra: নিজের সংসদীয় এলাকায় মাঝেমধ্যেই ছোট ছোট কর্মিসভা করে থাকেন মহুয়া। সেই সব সভায় উপস্থিত থাকেন দলের নেতারা। তবে সংবাদমাধ্যমের সেখানে প্রবেশ নিষিদ্ধ থাকে।

নদিয়া: সংসদে হোক বা গ্রামের কর্মিসভা, বরাবরই চাঁচাছোলা ভাষায় কথা বলতেই অভ্যস্ত মহুয়া মৈত্র। সংসদে তাঁর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ ওঠা সত্ত্বেও গলা উঁচু করেই কথা বলেছেন তিনি। তাই বলে দলের নেতা বা নেতাদের বিরুদ্ধেই প্রকাশ্য মঞ্চ থেকে যেভাবে বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া, তা কার্যত নজিরবিহীন। কারও নাম না করলেও রাজনৈতিক মহলের মতে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকেই নিশানা করেছেন মহুয়া।
নিজের সংসদীয় এলাকায় মাঝেমধ্যেই ছোট ছোট কর্মিসভা করে থাকেন মহুয়া। সেই সব সভায় উপস্থিত থাকেন দলের নেতারা। তবে সংবাদমাধ্যমের সেখানে প্রবেশ নিষিদ্ধ থাকে। আজ, বুধবার সেরকমই একটি সভা ছিল নদিয়ার বারনিয়া এলাকা। সেখানেই মঞ্চে বক্তৃতা দিতে শোনা যায় মহুয়াকে। সংবাদমাধ্যম উপস্থিত না থাকলেও, মহুয়ার ওই সভার একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়ে যায়। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
ওই ভিডিয়োতে শোনা যাচ্ছে, মহুয়া বলছেন, “ওদের জন্য দল কালিমালিপ্ত হয়েছে। আজও সেই অব্দি কেস চলছে। এফআইআর চলছে। চার্জশিট হয়ে গিয়েছে। আর তারাই ভোটের আগে এলাকায় ঢুকবে, মিটিং করবে, আমাদের মেনে নিতে হবে? আমরা কি মরে গিয়েছি? কী মনে হয় আপনার?” প্রশ্ন হল এই ‘আপনি’ বলতে কার কথা বলছেন মহুয়া? রাজনৈতিক মহলের মতে, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে নিশানা করার ইঙ্গিত মিলেছে মহুয়ার কথায়।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ সময় জেলে ছিলেন মানিক। জেলে ছিলেন তাঁর স্ত্রী ও পুত্রও। পরে তিনজনই জামিন পেয়েছেন। আজ, নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে সিবিআই। সেখানেও মানিকের নাম উল্লেক করা হয়েছে। সিবিআই দাবি করেছে, নিয়োগের জন্য টাকা দিতে হল বিধায়ক মানিক ভট্টাচার্যকে।
সে সব উল্লেখ না করলেও মহুয়া এদিন বলেন, “ডাকাত, এরা রঘু ডাকাত। ছিঁচকে চোর, পকেটমার নয়। সে চোর, তার বউ চোর, তার ছেলে চোর, তার চোদ্দগুষ্টি চোর। আমি কোনওদিন বলি না। আজ বাধ্য হয়ে বলছি। ওরা দলকে কালিমালিপ্ত করেছে।”
মহুয়া আরও বলেন, “আমি কি স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে এসেছি? আমি বাস্তব কথা বলছি। আমি মমতার সৈনিক। দুটো-তিনটে চোর-ডাকাতের জন্য আমাদের সবার গায়ে কালি লাগবে।” রাজনীতির কারবারিরা বলছেন, শুধু মানিক নয়, আরও কয়েকজন যুবনেতার কথাও এদিন বলতে চেয়েছেন মহুয়া।





