শান্তিপুর: সকাল থেকে তেমন বড় কোনও অশান্তির ঘটনা না ঘটলেও এক চাঞ্চল্যকর অভিযোগ উঠল শান্তিপুরে (Santipur)। শাসক দলের ভয়ে নিজের ছেলেকে গৃহবন্দি করে রাখলেন মা। বিজেপি (BJP) কর্মী তাপস দাসকে রাতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাই আজ বিজেপি এজেন্ট হিসেবে তাঁকে বুথে যেতে দেননি তাঁর মা, ঘরে তালা দিয়ে আটকে রাখেন। এই ঘটনার জেরে ২৪০ নম্বর বুথে দীর্ঘক্ষণ কোনও বিজেপি এজেন্ট ছিল না। অভিযোগকারী বাড়িতে যান শান্তিপুর উপনির্বাচনের (Santipur By Election 2021) বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস (Niranjan Biswas)। তাঁর দাবি, তালিবানি শাসন চলছে শান্তিপুরে। শান্তিপুরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।
তাপস দাস (Tapas Das) শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাহান্নবিঘা এলাকার দায়িত্বে ছিলেন। বিজেপি কর্মী তাপস এ দিন সকালে বাড়ি থেকে বেরোননি। অভিযোগ, গতকাল সারা রাত জুড়ে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। রাতে একদল লোক তাঁর বাড়িতে চড়াও হয় বলে জানিয়েছেন তাপস। অভিযোগের তির তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাপস দাস জানিয়েছেন, রাতে ওই দুষ্কৃতীরা হুমকি দেয়, বুথে যাওয়ার চেষ্টা করলে ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। বাড়িতে এসে তারা হামলা করে ও বাড়ি ঘর ভাঙচুর চালায় বলেও অভিযোগ। বাড়ির বাইরে বের হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দেওয়া হয়। তাপস দাসের মা বলেন, চোখের সামনে সব কিছু দেখে কী ভাবে ছেলেকে বাড়ি থেকে বেরতে দেব! পরিবারের দাবি, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছে তাঁদের।
ঘটনার খবর পেয়েই তাপস দাসের বাড়িতে যান শান্তিপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। তিনি বলেন, পশ্চিমবঙ্গে তালিবানি শাসন চলছে। বুথ এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। তাঁর কথায়, মধ্যযুগীয় শাসন চলছে। শান্তিপুরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোটবাক্সে জবাব দেবেন মানুষ।
এ দিন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস নিজেই পরে ২৪০ নম্বর বুথের একজন এজেন্টকে বসানোর ব্য়বস্থা করেন। ভোট শুরু হওয়ার পর দীর্ঘক্ষণ বিজেপি এজেন্ট ছিল না ২৪০ নম্বর বুথে। অভিযোগ, ওই বুথে বিজেপি কর্মী তাপস দাসের বসার কথা ছিল। কিন্তু তাঁকে গতকাল রাতে শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানোর অভিযোগ ওঠে। সেই ভয়ে তাঁকে বাড়িতে আটকে রাখা হয়। ফলে বুথে যেতে পারেননি তিনি।
তবে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। মিথ্যা অভিযোগ আনছে বিজেপি। তাঁদের দাবি, বাড়ি থেকে ডেকে এনে বিজেপি এজেন্টকে বুথে বসিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: বুথে ভোটারের সঙ্গী অন্য কেউ! দিনহাটায় প্রিসাইডিং অফিসারের সামনেই একের পর এক নজিরবিহীন ঘটনা