Nadia: সকালে বাড়িতে এসেছিল ভগ্নিপোত, স্ত্রীর মাথায় শাবল দিয়ে কোপাল স্বামী!
Nadia: অভিযুক্ত শরিকুল মণ্ডল ধানতলা থানার দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামের বাসিন্দা। রবিবার সকালে তাঁর ঘরের ভিতর থেকেই স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল। রক্তে ভিজে যাচ্ছিল মাটি। খোঁজ মিলছে না শরিকুলের।

নদিয়া: পারিবারিক বিবাদের জেরে ঘরের মধ্যে স্ত্রীকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটানোর পর পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনাটি নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়ার হুদায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ধানতলা থানার পুলিশ। অভিযুক্তর খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।
অভিযুক্ত শরিকুল মণ্ডল ধানতলা থানার দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামের বাসিন্দা। রবিবার সকালে তাঁর ঘরের ভিতর থেকেই স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল। রক্তে ভিজে যাচ্ছিল মাটি। খোঁজ মিলছে না শরিকুলের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, তিনিই তাঁর স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করে পালিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও মৃতের বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত। অভিযোগ, রবিবার সকালে মৃত গৃহবধূর ভগ্নিপোত তাঁর বাড়িতে যান। আর সেই নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হয় স্বামীর। আর এর পরই ঠান্ডা মাথায় স্ত্রীকে খুনের পরিকল্পনা করে শরিফুল। প্রতিবেশীদের দাবি, প্রথমে শরিফুল তাঁর স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুনের চেষ্টা করেন। কিন্তু স্ত্রী বুঝতে পেরে পালিয়ে ঘরে চলে যান। কারণ ছাদে অনেকেই তাঁদের ধাক্কাধাক্কি করতে দেকেছিলেন। তখন শরিফুল তাকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ধানতলা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শরিফুল। তার খোঁজে সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ।

